Bank Jobs: লোকাল ব্যাঙ্ক অফিসার নিয়োগ হবে এই ব্যাঙ্কে, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন; কোন পদে ? কত আসন ?
UCO Bank Recruitment : সারা দেশেই নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক। প্রতিটি রাজ্যে নির্দিষ্ট সংখ্যক আসন রয়েছে এই ব্যাঙ্কের লোকাল ব্যাঙ্ক অফিসার হিসেবে। কোন রাজ্যে কত আসন রয়েছে ?

UCO Bank Recruitment: ইউকো ব্যাঙ্কে চাকরির সুযোগ। লোকাল ব্যাঙ্ক অফিসার পদে (Job News) নিয়োগ করছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীরা এর জন্য ইউকো ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। আবেদনের প্রক্রিয়া (UCO Bank Jobs) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে হাতে আর বেশি সময় নেই। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া। কত শূন্যপদ, কারা যোগ্য ? দেখে নিন বিস্তারিত তথ্য।
সারা দেশেই নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক। প্রতিটি রাজ্যে নির্দিষ্ট সংখ্যক আসন রয়েছে এই ব্যাঙ্কের লোকাল ব্যাঙ্ক অফিসার হিসেবে। কোন রাজ্যে কত আসন রয়েছে ?
গুজরাত – ৫৭ টি
মহারাষ্ট্র – ৭০ টি
অসম – ৩০ টি
কর্ণাটক – ৩৫ টি
ত্রিপুরা – ১৩ টি
সিকিম – ৬ টি
নাগাল্যান্ড – ৫ টি
মেঘালয় – ৪ টি
কেরালা – ১৫ টি
তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ – ১০ টি
জম্মু ও কাশ্মীর – ৫ টি
কারা যোগ্য
ইউকো ব্যাঙ্কে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে কাজের জন্য আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
আবেদনের ফি
ইউকো ব্যাঙ্কে আবেদনের জন্য অসংরক্ষিত, ওবিসি প্রার্থীদের জন্য আবেদনের ফি হিসেবে জমা দিতে হবে ৮৫০ টাকা। অন্যদিকে বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনের ফি রয়েছে ১৭৫ টাকা। অনলাইনে ফি জমা দিতে হবে এবং একবার ফি জমা হয়ে গেলে তা আর কোনোভাবেই ফেরতযোগ্য নয়।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
একটি লিখিত পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে ইউকো ব্যাঙ্কে। রিজনিং এবং কম্পিউটার অ্যাপ্টিটিউড, জেনারেল, ইকনমি, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গোয়েজ, ডেটা অ্যানালিসিস এবং ইন্টারপ্রিটেশন ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন করা হবে পরীক্ষায়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank of India) নিযুক্ত করা হবে ক্লার্ক। এই নিয়োগের প্রিলিমিনারি (SBI Clerk Prelims) পরীক্ষা হতে পারে এবছর ফেব্রুয়ারি মাসে। পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
