UGC Update: একইসঙ্গে জোড়া ডিগ্রি কোর্সে পড়ার সুযোগ, অভাবনীয় পদক্ষেপ ইউজিসি-র
Two Degree Programme : স্নাতক, স্নাতকোত্তর, পিএইডি ব্যতিত ডিপ্লোমা কোর্স ও এমফিল পর্যায়ে কার্যকর হবে এই টু ডিগ্রি প্রোগ্রাম। একই পর্যায়ের কোনও ভিন্ন দুটি কোর্স করতে পারবেন পড়ুয়ারা।
![UGC Update: একইসঙ্গে জোড়া ডিগ্রি কোর্সে পড়ার সুযোগ, অভাবনীয় পদক্ষেপ ইউজিসি-র UGC Update Students can pursue 2 degree programmes simultaneously same or different universities: UGC Chairman Jagadesh Kumar UGC Update: একইসঙ্গে জোড়া ডিগ্রি কোর্সে পড়ার সুযোগ, অভাবনীয় পদক্ষেপ ইউজিসি-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/e06ec4220b67b5baa54391f03a5c5b29_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : একই সময়ে একইসঙ্গে জোড়া কোর্সে পড়ার সুযোগ (Two Degree Programme)। অভাবনীয় এক পদক্ষেপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তথা ইউজিসি-র (UGC)। কমিশনের চেয়ারম্যান প্রফেশর জগদীশ কুমার মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইউজিসি-র ডুয়াল প্রোগ্রাম বা টু ডিগ্রি প্রোগ্রামের সম্পর্কে বিস্তারিতভাবে জানান।
টু ডিগ্রি প্রোগ্রাম কোন কোন পর্যায়ে
স্নাতক, স্নাতকোত্তর, পিএইডি ব্যতিত ডিপ্লোমা কোর্স ও এমফিল পর্যায়ে কার্যকর হবে এই টু ডিগ্রি প্রোগ্রাম। একই পর্যায়ের কোনও ভিন্ন দুটি কোর্স করতে পারবেন পড়ুয়ারা। অর্থাৎ স্নাতক স্তরের কোনও পড়ুয়া চাইলে সেই পর্যায়ের নিজের কোর্সের পাশাপাশি অন্য একটি কোর্স করতে পারবেন না। কিন্তু স্নাতক স্তরের কোনও পড়ুয়া চাইলে স্নাতকোত্তরের কোনও কোর্স করতে পারবেন না।
কীভাবে কার্যকর হবে এই কোর্স
দুই কোর্সের সময় যাতে কোনওভাবেই একে অপরের সঙ্গে একসঙ্গে না চলে সেটা প্রাথমিক শর্ত। পাশাপাশি কয়েকটি ভাগে এই প্রোগ্রাম কার্যকর হবে। প্রথমত, একটি ফিজিক্যাল কোর্স হলে অপর কোর্সটি করতে হবে অনলাইনে। দ্বিতীয়ত, দুটি কোর্স করতে হবে দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তৃতীয়ত, দুটি কোর্সই যদি অনলাইনে হয়, সেক্ষেত্রে একসঙ্গে পড়ার ক্ষেত্রে কোনও অসুবিধা নেই। দুই কোর্স চালানোর ক্ষেত্রে পড়ুয়াদের উপস্থিতি কীভাবে গ্রাহ্য হবে তা ঠিক করবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়।
একঝলকে টু ডিগ্রি প্রোগ্রাম
- স্নাতক, স্নাতকোত্তর, পিএইডি ব্যতিত ডিপ্লোমা কোর্স ও এমফিল পর্যায়ে কার্যকর হবে এই টু ডিগ্রি প্রোগ্রাম
- একই পর্যায়ের কোনও ভিন্ন দুটি কোর্স করতে পারবেন পড়ুয়ারা
- একটি ফিজিক্যাল কোর্স হলে অপর কোর্সটি করতে হবে অনলাইনে
- দুটি কোর্স করতে হবে দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে
- দুটি কোর্সই যদি অনলাইনে হয়, সেক্ষেত্রে একসঙ্গে পড়ার ক্ষেত্রে কোনও অসুবিধা নেই
- দুই কোর্স চালানোর ক্ষেত্রে পড়ুয়াদের উপস্থিতি কীভাবে গ্রাহ্য হবে তা ঠিক করবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন- ক্লাস চলাকালীন শিক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, বিজ্ঞপ্তি জারি পর্ষদের
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)