WBBSE: ক্লাস চলাকালীন শিক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, বিজ্ঞপ্তি জারি পর্ষদের
কোন ক্লাস কখন হবে, ক্লাসের সময়সীমাই বা কী, তার বিস্তারিত রুটিন প্রকাশ করেছে পর্ষদ। নির্ধারিত সময়ের মধ্যে স্কুলে ঢোকা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের বিজ্ঞপ্তিতে।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মোবাইল (Mobile Phone) নিয়ে কোনও পড়ুয়া আসতে পারবে না স্কুলে। নির্দেশিকা দিয়ে জানাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education)। ক্লাস চলাকালীন শিক্ষকদের মোবাইল ব্যবহারেও জারি হল নিষেধাজ্ঞা। কোনও জরুরি পরিস্থিতিতে ফোন ব্যবহার করতে হলে নিতে হবে অনুমতি। সংশ্লিষ্ট স্কুলের প্রাধন শিক্ষকরে অনুমতি নিতে হবে। পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এটাও।
অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ: সোমবার অ্যাকাডেমিক ক্যালেন্ডার (Academic Calender) প্রকাশ করেছে নির্দেশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education)। কোন ক্লাস কখন হবে, ক্লাসের সময়সীমাই বা কী, তার বিস্তারিত রুটিন প্রকাশ করেছে পর্ষদ। নির্ধারিত সময়ের মধ্যে স্কুলে ঢোকা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, প্রতিদিন ৫ ঘণ্টা ৪০ মিনিটের ক্লাস হবে। প্রকাশ করা হয়েছে, বাৎসরিক ছুটির তালিকাও। সর্বাধিক ছুটির সংখ্যা ৬৫।
মোবাইল নিয়ে পর্ষদের সিদ্ধান্তে বিতর্ক: অ্যাকাডেমিক ক্যালেন্ডার (Academic Calender) নিয়ে অভিযোগ না থাকলেও, বিতর্ক (Controversy) বেঁধেছে মোবাইল (Mobile) নিয়ে পর্ষদের সিদ্ধান্তে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহকারী সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “যেখানে সরকার স্মার্ট ফোন দিত পড়ুয়াদের, করোনাকালে অনলাইনে পঠনপাঠনই পড়াশোনার ভিত্তি, সেখানে স্কুলে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা কেন? শিক্ষক সংগঠনের একাংশ অভিযোগ করছেন, সব স্কুলে প্রধান শিক্ষক মোবাইল ব্যবহারের অনুমতি দেবেন এর নিশ্চিয়তা কোথায়? যদিও পর্ষদ সূত্রের দাবি, পড়ুয়া ও পঠনপাঠনের স্বার্থে বিগত ধারাবাহিকতা মেনে এই নির্দেশিকা।
উল্লেখ্য, করোনাকালে প্রায় দুবছর পর চলতি বছর মাধ্যমিক পরীক্ষা হয়। প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে আসা আটকাতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়, পরীক্ষা শুরুর আগে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিভিন্ন জেলার স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এ নিয়ে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) দায়ের হয় জনস্বার্থ মামলা।
আরও পড়ুন: Biswa Bangla Mela Prangan : নবরূপে মিলন মেলা, আন্তর্জাতিক মানের বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধন