UPSC Results 2023: UPSC জয় করে সোজা বাবার অফিসে, খুশির খবর দিতেই... দেখুন সেই আবেগঘন ভিডিয়ো
Viral Video UPSC Aspirants: ক্ষীতীজ গুরভেলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই সবার প্রথমে তাঁর বাবার অফিসে ছুটে যান। অফিসে তাঁর বাবা তখন অন্য সহকর্মীদের সঙ্গে বসে লাঞ্চটাইমে টিফিন করছিলেন। তারপর ?
UPSC CSE 2023: ২০২৩-এর ইউপিএসসি পরীক্ষায় পাশ করে বাবাকে চমকে দিয়েছেন তিনি। ক্যামেরাবন্দি সেই আবেগঘন মুহূর্তের ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। বাবা-ছেলের এমন আনন্দঘন মুহূর্তের ছবি দেখে বিহ্বল নেটপাড়া। ছেলেটির নাম ক্ষীতীজ গুরভেলে। আইআইটি রুরকি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ইউপিএসসির (UPSC Results 2023) প্রস্তুতি নিচ্ছিলেন ক্ষীতীজ। আর তারপর কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের মধ্যে ৪৪১ স্থান অর্জন করেন তিনি।
২০২৩-এর ইউপিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ্যে এসেছে। সারা দেশের লাখ লাখ পরীক্ষার্থীর মধ্যে ১০৬১ জন কেবল উত্তীর্ণ হয়েছেন এই পরীক্ষায়। সারা দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে কঠোর পরিশ্রমের পর সাফল্য এলে পরীক্ষার্থীদের মুখে ফুটে ওঠে হাসির আভাস। আর এই সাফল্যে সবথেকে বেশি খুশি হয় তাঁদের পরিবার। এবার তেমনই একটি ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে নেটদুনিয়ায়।
ইউপিএসসির (UPSC Results 2023) ফলপ্রকাশের পর বহু কৃতী ছাত্র-ছাত্রীর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। আর এভাবেই একটি ভিডিয়োতে দেখা যায় ইউপিএসসি উত্তীর্ণ (UPSC Results 2023) ক্ষীতীজ গুরভেলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই সবার প্রথমে তাঁর বাবার অফিসে ছুটে যান। অফিসে তাঁর বাবা তখন অন্য সহকর্মীদের সঙ্গে বসে লাঞ্চটাইমে টিফিন করছিলেন। তখনই অফিসের ঘরে ঢুকে ক্ষীতীজ বলেন, 'কোনও বড় অফিসার অফিসে এলে আমি তো উঠে দাঁড়াব নাকি ?' আর সেই শুনে বাবার আর বুঝতে বাকি থাকে না, ছেলের সাফল্যের কথা। চেয়ার থেকে উঠে ছেলেকে জড়িয়ে ধরেন তাঁর বাবা। মুহূর্তে ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেনরা।
এই ভিডিয়োর ক্যাপশনে লেখা ছিল, 'এভাবেই আমি আমার বাবাকে অফিসের লাঞ্চটাইমে খেতে খেতেই নিজের ইউপিএসসি পাশ করার সুসংবাদ দিলাম। ২ বছরের কঠিন পরিশ্রম লেগেছে আজকের এই জায়গায় পৌঁছানোর জন্য। আমার মা, বাবা আর দিদির কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব, এই জার্নিতে কেবল তারাই সবসময় পাশে ছিলেন।'
ভিডিয়ো (Viral Video) দেখে নেটিজেনদের মধ্যে নানাজন নানাবিধ কমেন্ট করেন। কেউ লেখেন, 'পরিশ্রমের ফল পেয়ে গেলে ব্যাপারই অন্যরকম হয়'। জনৈক নেটিজেন লিখেছেন, 'এই ভিডিয়ো সত্যিই আমাকে আবেগপ্রবণ করে তুলেছে'। অন্য একজন ব্যবহারকারী মত প্রকাশ করেছেন, 'খুবই আবেগঘন মুহূর্ত'।
Education Loan Information:
Calculate Education Loan EMI