CBSE 12th Result 2022: সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার এবার ৯২.৭১ শতাংশ
CBSE 12th Result 2022:আজ সিবিএসই ফলপ্রকাশ। রেজাল্ট জানতে সিবিএসই.গভ.ইন ঠিকানায় গিয়ে ফলাফল ডাউনলোড করুন।
দিল্লিঃ সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হল আজ। রেজাল্ট জানতে সিবিএসই.গভ.ইন ( cbse.gov.in) ঠিকানায় গিয়ে ফলাফল ডাউনলোড করুন।সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে, চলতি বছরের সিবিএসই দ্বাদশ শ্রেণিতে ৯২.৭১ শতাংশ ছাত্র- ছাত্রী পাশ করেছে। স্বাভাবিকভাবেই ফল প্রকাশ হতেই উচ্ছ্বাসে মেতেছেন ছাত্র-ছাত্রীরা।
আরও পড়ুন, দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু
চলতি বছরে পাশের হার কেমন এসেছে ?
সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন , ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের ফলপ্রকাশ করেছে।ছাত্র- ছাত্রীরা সিবিএসইরেজাল্টস.নিক.ইন এবং রেজাল্টস.নিক.ইন (cbseresults.nic.in and results.cbse.nic.in) ওয়েবসাইটেও যাবতীয় তথ্য মিলবে। জানা গিয়েছে, চলতি বছরে রেজিস্ট্রার্টড পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪,৪৪৩,৪২ জন। উত্তীর্ণ হয়েছে, ১৪৩৫৩৬৬ জন। ১৩৩০৬৬২ জন পাশ করেছেন। । তবে চলতি বছরে পাশের হার কুড়ি সালের থেকে অপেক্ষাকৃত ভাল এসেছে। কারণ ২০২০ সালে ৮৮.৭৮ শতাংশ পাশের হার এসেছিল। চলতি বছরে সিবিএসই দ্বাদশ শ্রেণিতে ৯২.৭১ শতাংশ ছাত্র -ছাত্রী পাশ করেছেন বলে জানা গিয়েছে।
কোন ওয়েবসাইটে গিয়ে কীভাবে রেজাল্ট দেখবেন ?
তবে এবছরও কোনও মেরিট লিস্ট নয়, কিন্তু যারা বিভিন্ন বিষয়গুলিতে শীর্ষ নাম্বার পেয়েছে, সেই সকল ছাত্রছাত্রীদেরকে সিবিএসই বোর্ড শংসাপত্র প্রদান করবে। এদিন সিবিএসই-র ফলফল জানতে লগইনে যে ক্রেডেনশিয়াল লাগবে তা হল, পরীক্ষার্থীর রোল নাম্বার, স্কুল নাম্বার,অ্যাডমিট কার্ড আইডি। সংবাদ সংস্থা সূত্রে খবর, ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। ছাত্রীদের ক্ষেত্রে পাশের হার ৯৪.৫৪ শতাংশ। সেখানে ছেলেদের পাশের হার ৯১.২৫ শতাংশ। যেসকল পরীক্ষার্থীরা cbse.gov.in ফলাফল দেখবেন, তাঁদের cbse.gov.in- ওয়েবসাইট সেকশনে গিয়ে ক্লিক করতে হবে। পাশাপাশি results.cbse.nic.in ওয়েবসাইটেও সরাসরি যেতে হবে। সেখানে গিয়ে সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন ২০২২ এ গিয়ে ক্লিক করলেই একটি নতুন উইন্ডো খুলবে। এবং সেখানে জন্ম তারিখ, রোল নাম্বার এবং স্কুল কোড বসালেই রেজাল্ট জানতে পারবেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI