এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশ বোর্ড পরীক্ষার শীর্ষস্থানাধিকারীদের নামে রাস্তা,ল্যাপটপ সহ আর্থিক পুরস্কারের ঘোষণা সরকারের
উত্তরপ্রদেশে ঘোষিত হল দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। ফলাফলের সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ বোর্ড পাসের হার ও কৃতীদের নামও প্রকাশ করেছে। ফল প্রকাশের পর উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা শীর্ষ স্থানাধিকারীদের জন্য অর্থ পুরস্কার, ল্যাপটপ ও কৃতিদের নামে সড়কের ঘোষণা করেছেন।
লখনউ: উত্তরপ্রদেশে ঘোষিত হল দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। ফলাফলের সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ বোর্ড পাসের হার ও কৃতীদের নামও প্রকাশ করেছে। ফল প্রকাশের পর উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা শীর্ষ স্থানাধিকারীদের জন্য অর্থ পুরস্কার, ল্যাপটপ ও কৃতিদের নামে সড়কের ঘোষণা করেছেন।
রাজ্য সরকার বোর্ড পরীক্ষায় ২০ জন কৃতিদের নামে তাঁদের বাড়ি যাওয়ার রাস্তার নামকরণের সিদ্ধান্ত নিয়েছে।এক লক্ষ টাকার নগদ পুরস্কার ও ল্যাপটপ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কৃতীদের সঙ্গে সঙ্গে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন। সঠিক সময়ে পরীক্ষার ফল প্রকাশের জন্য উত্তরপ্রদেশ বোর্ডের আধিকারিকদের প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরীক্ষার্থীরা তাঁদের নিজ নিজ স্কুল থেকে আগামী ১ জুলাই মার্কশিট পাবেন। ততদিন পর্যন্ত তাঁরা ফলাফল দেখার পর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রভিশনাল মার্কশিট ডাউনলোড করতে পারবেন। এ বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আগে ফেব্রুয়ারি-মার্চে বোর্ডের পরীক্ষায় বসেছিলেন প্রায় ৫৬ লক্ষ পরীক্ষার্থী। প্রায় তিন কোটি খাতার মূল্যায়ণ জুনের প্রথম সপ্তাহে শেষ হয়। এরপর পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করা হয়। এবিপি লাইভে রেজাল্ট: ক্লাস ১২ - http://up12.abplive.com/ ক্লাস ১০ - http://up10.abplive.com/On the instructions of UP Chief Minister Yogi Adityanath the meritorious children will get Rs 1 lakh cash, a laptop and we will build a road to their houses: Deputy Chief Minister Dinesh Sharma https://t.co/8vagsfXlfY pic.twitter.com/GBLWj8vIuy
— ANI UP (@ANINewsUP) June 27, 2020
Education Loan Information:
Calculate Education Loan EMI
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement