WB HS Results 2023 : উচ্চ মাধ্যমিকে পাসের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর
WB HS Results 2023 : উচ্চ মাধ্যমিকে পাসের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর
কলকাতা : এবারও ধারাবাহিকতা বজায় রাখল পূর্ব মেদিনীপুর। সাফল্যের নিরিখে। উচ্চ মাধ্যমিকে পাসের হারের নিরিখে ফের সাফল্য পূর্ব মেদিনীপুর জেলার। পাসের হারের নিরিখে প্রথম হল এই জেলা।
বিগত কয়েক বছর ধরেই টানা সাফল্য অর্জন করে চলেছে পূর্ব মেদিনীপুর। এজন্য বিভিন্ন স্কুলের পঠন-পাঠনের প্রশংসা করেছে শিক্ষামহল। এবারও সাফল্যের ধারার অন্যথা হল না । মাধ্যমিকের ধারা বজায় রেখে উচ্চ মাধ্যমিকেও পাসের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর।
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে সংখ্যাটা ১ লক্ষেরও বেশি। মার্কশিট মিলবে ৩১ মে। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। পাসের হার ৮৯.২৫ শতাংশ। পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। এই প্রথমবার মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে।
ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪। এবার পাসের হার ৮৯.২৫ শতাংশ। ছেলেদের পাসের হার ৯১.৮৬ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।
প্রথম পাঁচে কারা ?
- প্রথম স্থান অধিকার করেছে শুভ্রাংশু সর্দার। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। এককভাবে প্রথম হয়েছে সে।
- দ্বিতীয় স্থানে রয়েছে ২ জন। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৫। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান ও উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের আবু সামা।
- তৃতীয় স্থানে রয়েছে ৪ জন। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৪। তমলুকের হ্যামিল্টন হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনসূয়া সাহা, তৃতীয় আলিপুরদুয়ারের কামাখাগুড়ি গার্লস হাইস্কুলের পিয়ালি দাস, বালুরঘাটের ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শ্রেয়া মল্লিক।
- চতুর্থ স্থানে রয়েছে তিন জন। পেয়েছে ৪৯৩ নম্বর। দক্ষিণ দিনাজপুরের ডাঙ্গারহাট হাইস্কুলের সৃজিতা বসাক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নরেন্দ্রনাথ ব্যানার্জি ও উত্তর ২৪ পরগনার ইছাপুর হাইস্কুলের প্রেরণা পাল ।
- পঞ্চম স্থানে রয়েছে পাঁচ জন। এদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯২। হুগলির কাপসিট হাই স্কুলের কৌস্তভ কুণ্ডু, বীরভূমের নব নালন্দা শান্তিনিকেতন উচ্চ মাধ্যমিক স্কুলের ঋষিত সিনহা মহাপাত্র, পূর্ব মেদিনীপুরের বাজারপুর রামকৃষ্ণ হাই স্কুলের দীপ্তার্ঘ্য দাস, পুরুলিয়ার নপাড়া হাই স্কুলের অঙ্কিতা গড়াই ও পূর্ব বর্ধমানের বাজার বনকাপাসি এস এম হাই স্কুলের অনন্যা সামন্ত।
Education Loan Information:
Calculate Education Loan EMI