WB TET: আজীবন বৈধ TET সার্টিফিকেট দিচ্ছে SSC, পুরনো বিজ্ঞপ্তিতে সংশোধন ? কবে, কীভাবে পাবেন
WB TET 2011 Lifetime Validation: বিগত ১৮ জুন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, 'আগামী ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত ২০১১ সালের টেটের লাইফটাইম সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে।
TET 2024 Certificate: আগে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়মে উচ্চ প্রাথমিক টেট পাশের (WB TET) বৈধতা থাকত ৭ বছর। গত বছর সেই বৈধতা সাত বছর থেকে বাড়িয়ে আজীবন করে দেওয়া হয়। ২০২৩ সালে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) বিজ্ঞপ্তি জারি করে এবং তাদের অনুসরণে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনও (SSC) উচ্চ-প্রাথমিকের টেট পরীক্ষার বৈধতা আজীবনের জন্য ধার্য করে। এবার সেই আজীবন বৈধ TET সার্টিফিকেট (WB TET Lifetime Certificate) দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কবে, কীভাবে পাবেন সেই সার্টিফিকেট ? কীভাবেই বা আবেদন করবেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ?
বিগত ১৮ জুন মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, 'আগামী ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত ২০১১ সালের টেটের লাইফটাইম সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। সমস্ত কর্মদিবসে দুপুর ২টো পর্যন্ত এই আবেদন গৃহীত হবে। সেই মর্মে পুনর্বিবেচিত বৈধ সার্টিফিকেট দেওয়ার একটি সময়সূচি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সংশ্লিষ্ট আঞ্চলিক কমিশনের তরফ থেকে এই সার্টিফিকেট বিতরণ করা হবে। প্রার্থীদের সার্টিফিকেট সংগ্রহ করার জন্য নির্ধারিত দিনের অন্তত ৭ দিন আগে জানানো হবে।
এই পুনর্বিবেচিত বৈধ সার্টিফিকেট কলকাতার সল্টলেকের আচার্য সদন থেকে পাওয়া যাবে। এক্ষেত্রে সমস্ত অঞ্চলের প্রার্থীদের জন্য পৃথক সময়সূচি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।
কবে, কারা আবেদন করতে পারবেন
১৯.০৬.২০২৪ থেকে ২১.০৬.২০২৪ পর্যন্ত সমস্ত অঞ্চলের প্রার্থীদের জন্য
২৪.০৬.২০২৪ থেকে ২৮.০৬.২০২৪ পর্যন্ত শুধুমাত্র উত্তর ও পূর্ব অংশের প্রার্থীদের জন্য
০১.০৭.২০২৪ থেকে ০৫.০৭.২০২৪ পর্যন্ত পশ্চিম ও দক্ষিণ অংশের প্রার্থীদের জন্য
০৮.০৭.২০২৪ থেকে ১২.০৭.২০২৪ পর্যন্ত উত্তর ও দক্ষিণ-পূর্ব অংশের প্রার্থীদের জন্য
১৫.০৭.২০২৪ থেকে ১৯.০৭.২০২৪ পর্যন্ত পূর্ব ও পশ্চিমাংশের প্রার্থীদের জন্য
২২.০৭.২০২৪ থেকে ২৬.০৭.২০২৪ পর্যন্ত দক্ষিণ পূর্ব ও দক্ষিণাংশের প্রার্থীদের জন্য
২৯.০৭.২০২৪ থেকে ৩১.০৭.২০২৪ পর্যন্ত সমস্ত অংশের প্রার্থীদের জন্য
এছাড়াও প্রার্থীরা চাইলে নিচের সময়সূচি অনুযায়ী আঞ্চলিক দফতরে তাদের আবেদন জমা করতে এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন। ১৫ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৪-এর মধ্যে এই দফতরে আবেদন করা যাবে।
উত্তরাঞ্চলীয় দফতর মালদায়
পশ্চিমাঞ্চলীয় দফতর বাঁকুড়ায়
পূর্বাঞ্চলীয় দফতর বর্ধমানে
দক্ষিণাঞ্চলীয় দফতর কলকাতায়
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দফতর বারাসতে
Education Loan Information:
Calculate Education Loan EMI