Higher Secondary Examination 2024: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় জুড়ল নতুন ১২ নাম, কারা এলেন প্রথম দশে
Uchcha Madhyamik Result 2024: প্রকাশ্যে 'তৎকাল' রিভিউ-স্ক্রুটিনির ফল। তিনজন পড়ুয়ার র্যাঙ্ক বা ক্রম পরিবর্তন হয়েছে নতুন তালিকায়।
![Higher Secondary Examination 2024: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় জুড়ল নতুন ১২ নাম, কারা এলেন প্রথম দশে WBCHSE Uchcha Madhyamik Result 2024 revised Merit List with 12 new names review scrutiny result out Higher Secondary Examination 2024: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় জুড়ল নতুন ১২ নাম, কারা এলেন প্রথম দশে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/09c058e6f0c5182e223485fe6aa347321715876660482485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে গত ৮ মে। সাংবাদিক সম্মেলনে ফলপ্রকাশের সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল রিভিউ এবং স্ক্রুটির তৎকাল পরিষেবার কথা। এরপর অনেক পড়ুয়াই রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন জানিয়েছিলেন। এবছরের রিভিউ এবং স্ক্রুটিনির তৎকাল পরিষেবার ফলাফল প্রকাশ্যে এসেছে আজ ১৬ মে। আর তার পরে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় এসেছে বেশ কিছু পরিবর্তন। এক থেকে দশের মেধাতালিকার মধ্যে নতুন ১২ জন পরীক্ষার্থীর নাম যুক্ত হয়েছে। অর্থাৎ মোট ৭০ জন পড়ুয়ার নাম প্রথম দশের মেধাতালিকায় যুক্ত হয়েছে। তিনজন পড়ুয়ার র্যাঙ্ক বা ক্রম পরিবর্তন হয়েছে।
কাদের র্যাঙ্ক পরিবর্তন হয়েছে দেখে নেওয়া যাক
- পঞ্চম হয়েছিলেন বাঁকুড়ার কেন্দুয়াডিহি উচ্চ বিদ্যালয়ের অঙ্কিত পাল। তাঁর ক্রম পরিবর্তন হয়েছে। তিনি উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছেন। অঙ্কিত পেয়েছে ৪৯৪।
- ষষ্ঠ হয়েছিলেন হুগলির অভ্র কিশোর ভট্টাচার্য। তবে রিভিউ এবং স্ক্রুটিনির পরে তাঁর ক্রম হয়েছে পঞ্চম। অর্থাৎ পঞ্চম স্থানাধিকারি হুগলির অভ্র। তিনি হুগলি কলিজিয়েট স্কুলের ছাত্র। অভ্র পেয়েছেন ৪৯২।
- নবম স্থানে ছিলেন হুগলির বৃষ্টি পাল। তিনি চুঁচুড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী। বৃষ্টির ক্রম পরিবর্তন হয়েছে। বর্তমানে তিনি উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থানাধিকারী। বৃষ্টির প্রাপ্ত নম্বর ৪৯০।
এবার দেখে নেওয়া যাক সেই ১২ জন পড়ুয়ার নাম, যাঁরা উচ্চ মাধ্যমিকের প্রথম দশজনের মেধা তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন
- অষ্টম স্থানে নাম যুক্ত হয়েছে সাগ্নিক চক্রবর্তীর। দক্ষিণ ২৪ পরগনার সাগ্নিক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের (আবাসিক) ছাত্র। সাগ্নিকের প্রাপ্ত নম্বর ৪৮৯।
- নবম স্থানে নাম যুক্ত হয়েছে তিনজন পড়ুয়ার। তাঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৮৮। হুগলির সাগ্নিক কুমার দে, বাঁকুড়ার তৃষা কুণ্ডু এবং বাঁকুড়ারই শ্রেয়শ্রী ঘোষ- এই তিনজন পড়ুয়ার নাম নতুন করে নবম স্থানে যুক্ত হয়েছে। এঁদের মধ্যে সাগ্নিক হুগলি কলিজিয়েট স্কুলের ছাত্র। তৃষা তানাদিঘি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আর শ্রেয়শ্রী শিহাস আর জি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
- দশম স্থানে যুক্ত হয়েছে ৮ জন পড়ুয়ার নাম। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৭। এই স্থানে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের রূপায়ণ দে, মালদার কৌশিকী সরকার, পূর্ব বর্ধমানের দেবপ্রিয়া দত্ত, দক্ষিণ ২৪ পরগনার শাশ্বত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনার প্রদোষ চ্যাটার্জি, দক্ষিণ ২৪ পরগনার অদ্রিজ দোলাই, দক্ষিণ দিনাজপুরের জয়দীপ সামন্ত এবং পুরুলিয়ার দেবার্ঘ্য ব্যানার্জি। এঁদের মধ্যে রূপায়ণ মেদিনীপুর কলিজিয়েট স্কুলের ছাত্র। কৌশিকী গাজোল শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দিরের ছাত্রী। দেবপ্রিয়া নিরোল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। শাশ্বত, প্রদোষ এবং অদ্রিজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের (আবাসিক) ছাত্র। জয়দীপ বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আর দেবার্ঘ্য মধুতাতি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া।
আরও পড়ুন- দিল্লিতে পিছিয়ে গেল CUET UG-এর পরীক্ষার দিন, অন্য শহরে কবে, কখন পরীক্ষা ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)