WBJEE 2024 Registrations: আজ থেকে শুরু রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন
WBJEE 2024: আগামী বছর ২৮ এপ্রিল হবে এই পরীক্ষা। অ্যাডমিট কার্ড দেওয়া হবে ১৮ এপ্রিল।
কলকাতা: আজ থেকে শুরু হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের আবেদন প্রক্রিয়া (WBJEE 2024 Registrations)। ২০২৪ সালে যাঁরা রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে বসতে চান, তাঁদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ যেতে হবে। আগামী বছর ৩১ জানুয়ারি বা তার মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে আবেদন করতে হবে। ফর্মে কোনও পরিবর্তন করতে চাইলে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে। আগামী বছর ২৮ এপ্রিল হবে এই পরীক্ষা। অ্যাডমিট কার্ড দেওয়া হবে ১৮ এপ্রিল।
কারা আবেদন করতে পারবেন?
- ২০২৪ সালে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বসছেন বা পরীক্ষার আগেই উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করেছেন, তাঁরাই আবেদন করতে পারবেন।
- ৩১ ডিসেম্বর ২০২৪ অনুযায়ী, আবেদনকারীর ন্যূনতম বয়স ১৭ বছর হতে হবে। বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। যদিও মেরিন ইঞ্জিনিয়ার কোর্সের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৪ অনুযায়ী পরীক্ষার্থীর বয়স ঊর্ধ্বসীমা ২৫ বছর।
কীভাবে আবেদন করবেন?
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in.- এ যেতে হবে।
‘Apply for WBJEE 2024’ লেখা অপশনে ক্লিক করতে হবে।
রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
এবার স্ক্যান করা সব নথি আপলোড করে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি।
সব তথ্য দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ভবিষ্যতের প্রয়োজনে সেভ করে রাখতে হবে।
২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি। অন্যান্য বছর মার্চ মাসে হয় এই পরীক্ষা। পাশাপাশি প্রায় একই সময় শুরু হওয়ার কথা ISC এবং CBSE দ্বাদশের পরীক্ষাও। তারপর হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। চলচি বছর অর্থাৎ ২০২৩ সালে ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল। ফল প্রকাশ হয় ২৬ মে। পরীক্ষার ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ হয়। মেধা তালিকায় (merit list) প্রথম দশে ছিলেন ১০ জন। এই বছর মোট পরীক্ষার্থী ছিল ১,২৪ ৯১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্র (examination centre) ছিল ৩১৯টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল হয়েছে ৫১,৩৪৫ পরীক্ষার্থী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: West Bengal Police: রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব নিলেন রাজীব কুমার
Education Loan Information:
Calculate Education Loan EMI