WBJEE : রাজ্য জয়েন্ট এন্ট্রাসের সিট কোথায় পড়েছে ? প্রকাশ্যে অ্যাডমিট, কীভাবে ডাউনলোড করবেন ?
WBJEE Admit Download: গতকাল ১৮ এপ্রিলই জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল সাইটে প্রকাশ পেয়েছে এই অ্যাডমিট কার্ড যার মাধ্যমে সমস্ত পরীক্ষার্থীরা জানতে পারবেন জয়েন্ট পরীক্ষার সিট কোথায় পড়েছে তাঁদের।
WBJEE Admit: ২০২৪ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড এবার প্রকাশ পেল। গতকাল ১৮ এপ্রিলই জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল সাইটে প্রকাশ পেয়েছে এই অ্যাডমিট কার্ড যার মাধ্যমে সমস্ত পরীক্ষার্থীরা জানতে পারবেন জয়েন্ট পরীক্ষার (WBJEE 2024) সিট কোথায় পড়েছে তাঁদের। অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পরীক্ষার্থীরা এই অ্যাডমিট কার্ড (WBJEE Admit Card) ডাউনলোড করে নিতে পারেন।
কতদিন পর্যন্ত ডাউনলোড করা যাবে
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাঁদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে, এই অ্যাডমিট কার্ড (WBJEE 2024) সহজেই ডাউনলোড করা যাবে ১৮ এপ্রিল ২০২৪ থেকে। নিজেদের পরীক্ষাকেন্দ্র জানতে পরীক্ষার্থীরা আগামী ২৮ এপ্রিল দুপুর ২টো পর্যন্ত ডাউনলোড করতে পারবেন এই অ্যাডমিট কার্ড।
ভুল থাকলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ
এই অ্যাডমিট কার্ড ভালভাবে পর্যবেক্ষণ করতে হবে পরীক্ষার্থীদের এবং কোনও ভুল চোখে পড়লে তা WBJEE কর্তৃপক্ষের নজরে আনতে হবে, তাঁদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট এবং তাঁর সঙ্গে একটি বৈধ ছবিসহ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে পরীক্ষার্থীদের।
কীভাবে পরীক্ষা হবে
আগামী ২৮ এপ্রিল আয়োজিত হবে এই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2024)। দুটি পৃথক শিফটে রাখা হয়েছে এই পরীক্ষা। প্রথম শিফট হবে সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এবং পরের শিফট হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। প্রথম শিফটে পেপার ১ (গণিত) এবং পরের শিফটে পেপার ২ (পদার্থবিদ্যা ও রসায়ন)-এর পরীক্ষা নেওয়া হবে বলেই জানা গিয়েছে।
কোন কোন বিষয়ের পরীক্ষা হচ্ছে
মূলত এমসিকিউ ভিত্তিক প্রশ্নপত্র থাকবে প্রতিটি পেপারেই। ভুল উত্তরে থাকছে নেগেটিভ মার্কস। যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পরীক্ষা দিচ্ছেন, তাঁদের গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এই তিন বিষয়ের উপরেই পরীক্ষা দিতে হবে। ফার্মেসি ও আর্কিটেকচারের মত কোর্সের ক্ষেত্রে তদনুসারে প্রশ্ন করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার জন্য আয়োজিত হচ্ছে এই পরীক্ষা।
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড
প্রথমেই আপনাকে যেতে হবে wbjeeb.nic.in ওয়েবসাইটে
হোমপেজেই দেখতে পাবেন WBJEE Admit Card 2024 –এর একটি লিঙ্ক ট্যাব খোলা আছে।
সেখানে ক্লিক করে জন্ম তারিখ, অ্যাপ্লিকেশন নম্বর বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার অ্যাডমিট কার্ড।
সেই কার্ড ডাউনলোড করে নিতে হবে এবং ভাল করে পর্যবেক্ষণ করে নিতে হবে যাতে কোথাও ভুল না থেকে যায়।
পরে এর একটা প্রিন্ট আউট অবশ্যই নিয়ে নিতে হবে পরীক্ষায় বসার সময় যা প্রয়োজন পড়বে।
Education Loan Information:
Calculate Education Loan EMI