WBJEE Registration: নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান ? পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন শুরু- কতদিন চলবে ?
WBJEEB: আগামী ২২ এপ্রিল ২০২৪-এর মধ্যে ANM ও GNM-এর জন্য উৎসাহী পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই পরীক্ষা সম্ভবত আগামী ১৪ জুলাই ২০২৪ আয়োজিত হয়েছে।
West Bengal Joint Entrance Exam 2024: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড সম্প্রতি রেজিস্ট্রেশন চালু করেছে WBJEEB ANM ও GNM পরীক্ষার জন্য। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই রেজিস্ট্রেশন (WBJEEB Registration) করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান, তাঁরা এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই নার্সিং কলেজে পড়াশোনা করার সুযোগ পাবেন। যারা ANM বা GNM পড়তে চান, তাঁদের এই পরীক্ষার রেজিস্ট্রেশন করতে হবে। আগামী মাসেই শেষ হবে আবেদন প্রক্রিয়া। কীভাবে করবেন আবেদন ?
কতদিন আবেদন চলবে ?
পশ্চিমবঙ্গ জয়েন্ট এনট্রান্স এক্সামিনেশন বোর্ডের (WBJEEB Registration) অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন আজ ২১ এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছে। আগামী ২২ এপ্রিল ২০২৪-এর মধ্যে ANM ও GNM-এর জন্য উৎসাহী পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং আবেদনের ফি জমা করে দিতে হবে। আবেদন প্রক্রিয়া ও আবেদনের ফি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হলে আবেদনকারীরা তাঁদের আবেদনে কোনও ভুল থাকলে তা সংশোধন করে নিতে পারবেন আগামী ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে পরীক্ষার্থীরা তাঁদের আবেদনে নিজের নাম, বাবা-মায়ের নাম, লিঙ্গ, জন্ম তারিখ ইত্যাদি নথি কখনও বদলাতে পারবেন না।
আবেদনের ফি কত ?
অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ৫ জুলাই থেকে ১৪ জুলাই তারিখের মধ্যে ওয়েবসাইট থেকে ANM ও GNM পরীক্ষার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ড (WBJEEB Registration) ডাউনলোড করে নিতে পারেন। এই পরীক্ষা সম্ভবত আগামী ১৪ জুলাই ২০২৪ আয়োজিত হয়েছে। এই পরীক্ষার আবেদনের জন্য উৎসাহী পরীক্ষার্থীদের আবেদনের ফি হিসেবে ৪০০ টাকা জমা দিতে হবে। তবে SC/ST/OBC A / OBC B/ pwD বা অনাথ প্রার্থীদের জন্য আবেদনের ফি হল ৩০০ টাকা।
ANM ও GNM পরীক্ষার জন্য কীভাবে আবেদন ?
- আগ্রহী প্রার্থীদের প্রথমেই চলে যেতে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEEB Registration) অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.in-এ
- সেখানে হোম পেজ থেকে আপনি পেয়ে যাবেন 'এক্সামিনেশনস' অপশন।
- সমস্ত তথ্য দিয়ে, নথি আপলোড করে দিতে হবে এরপর।
- আবেদনের ফি জমা করে আবেদন সাবমিট করতে হবে।
- কনফার্মেশন পেজ খুলে যাবে একটি তা ডাউনলোড করে নিতে হবে।
বিস্তারিত জানতে নজর রাখতে হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।
Education Loan Information:
Calculate Education Loan EMI