WBFS Recruitment 2021: রাজ্যের খাদ্য দফতরে চাকরির সুযোগ, এই যোগ্যতা থাকলে করুন আবেদন
West Bengal Food & Supplies Recruitment: এই পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে শংসাপত্র থাকতে হবে চাকরিপ্রার্থীর।৩২জন ডেটা এন্ট্রি অপারেটর নেবে কর্তৃপক্ষ।
কলকাতা: রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করবে West Bengal Food & Supplies পশ্চিম মেদিনীপুর।ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
West Bengal Food & Supplies Recruitment: ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতর পশ্চিম মেদিনীপুরের জেলা নিয়ন্ত্রকের তরফে জারি হয়েছে এই বিজ্ঞপ্তি। সব মিলিয়ে ৩২টি পদে ডেটা এন্ট্রি অপারেটর নেবে কর্তৃপক্ষ।
কোন পদে কত নিয়োগ ?
DATA ENTRY OPERATOR: ৩২টি পদে হবে নিয়োগ
WBFS Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে শংসাপত্র থাকতে হবে তাঁর। চাকরিপ্রার্থীর ডেটা এন্ট্রি ফিল্ডে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এখানেই শেষ নয়। আবেদনকারীকে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হতে হবে।অন্য কোনও জায়গার কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
WBFS Recruitment 2021: বয়স সীমা
চাকরিপ্রার্থীদের এই পদে আবেদনের জন্য ১৮-৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।প্রার্থী বাছাইয়ের পর জেলার বিভিন্ন ব্লক, পুরসভায় এই নিযুক্তদের পোস্টিং দেবে জেলা খাদ্য দফতর। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীকে।
West Bengal Food & Supplies Recruitment: কীভাবে আবেদন করবেন ?
উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা https://www.paschimmedinipur.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এখানেই চাকরির বিষয়ে বিশদে জানতে পারবেন তাঁরা। ২ নভেম্বর থেকে অনলাইনে নেওয়া হচ্ছে চাকরির আবেদনপত্র।আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নেওয়া হবে এই আবেদন।
Official website of district Paschmi Medinipur — https://www.paschimmedinipur.gov.in
আরও পড়ুন : Burdwan Medical College Recruitment: রাজ্যে এই হাসপাতালে নার্স-ল্যাব টেকনিশিয়ানের পদ খালি, এখনই করুন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI