Jobs In WBPHIDCL : রাজ্যে পুলিশ হাউজিং ডেভেলপমেন্টে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ জানেন ?
WBPHIDCL Jobs: ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (WBPHIDCL) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিস্টেম) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
WBPHIDCL Jobs: ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (WBPHIDCL) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিস্টেম) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
Jobs In WBPHIDCL: কবে আবেদনের শেষ তারিখ ?
এখন কেবল ১টি মাত্র পদেই অনলাইনে আবেদন করার আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ। চুক্তির ভিত্তিতে হবে এই চাকরি। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল পশ্চিমবঙ্গ পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPHIDCL) এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
ASSISTANT ENGINEER (SYSTEM) – 01
Jobs In WBPHIDCL: শিক্ষাগত যোগ্যতা
B.E./ B. Tech. / B.Sc. (ইঞ্জিনিয়ারিং) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি বা এমসিএ বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/আইটি বা বিসিএ-তে ডিপ্লোমা অথবা বিসিএ-তে স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি উপরে উল্লিখিত যোগ্যতার সঙ্গে সেই ফিল্ডে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর।
WBPHIDCL Jobs: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স 01/01/2022 তারিখে 21-40 বছরের মধ্যে হতে হবে।
Jobs In WBPHIDCL: প্রার্থীদের নির্বাচন
প্রার্থী নির্বাচন লিখিত পরীক্ষা ও ভাইভার মাধ্যমে হবে। পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য পশ্চিমবঙ্গ পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPHIDCL)-এর অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে — http:/ /wbpolice.gov.in
WBPHIDCL Jobs: কীভাবে আবেদন করবেন
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPHIDCL)-এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন — http://wbpolice.gov.in বা তার আগে ১৩/০৪/২০২২
Jobs In WBPHIDCL: অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পর, সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন/অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন । ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট-আউট করতে হবে। এই পর্যায়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPHIDCL) কে কোনও প্রিন্ট-আউট/হার্ড কপি বা নথি পাঠাবেন না। সবা যাচাইকরণ যথাসময়ে সম্পন্ন হবে।
Official website of West Bengal Police Housing & Infrastructure Development Corporation Limited (WBPHIDCL) — http://wbpolice.gov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI