PSCWB jobs 2022: রাজ্যে অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এই যোগ্যতা আছে কি ?
PSCWB Jobs: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ১৯ জানুয়ারির মধ্যে আবেদন জমা দিতে হবে।
Public Service Commission Jobs: রাজ্যে সহকারী অধ্যাপকের (Assistant Professor) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সাতটি পদে নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ১৯ জানুয়ারির মধ্যে এই পদের জন্য আবেদন করতে হবে।
West Bengal Public Service Commission (PSCWB) Jobs: সব মিলিয়ে ৭টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে হবে নিয়োগ। রাজ্যে টিচার ট্রেনিং কলেজে উচ্চ শিক্ষা দফতরের অধীনে হবে এই নিয়োগ। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
ASSISTANT PROFESSOR
– Economics (Methodology course) – 1
– Hindi (Methodology course) – 1
– Psychology (Methodology course) – 2
– Zoology (Methodology course) – 1
– Urdu (Methodology course) – 2
PSCWB jobs 2022: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই National Eligibility Test (NET) / State Level Eligibility Test (SLET) / State Eligibility Test (SET)-উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি এই পদে আবদনের ক্ষেত্রে প্রার্থীকে বাংলায় পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে। তবে যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে বিষয়টি বিচার্য নয়।
West Bengal Public Service Commission (WBPSC) Jobs: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
PSCWB jobs 2022: কীভাবে হবে প্রার্থী বাছাই ?
ইন্টারভিউ ও স্ক্রিনিং টেস্টের মাধ্যমে হবে নির্বাচন। সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান সম্পর্কে যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে সব তথ্য অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। ১৯ জানুয়ারির মধ্যে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার প্রামাণ্য নথি দিয়ে অনলাইনে এই পদের জন্য আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
West Bengal Public Service Commission (PSCWB) — https://wbpsc.gov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI