Railway Recruitment ২০২১: ২ হাজারেরও বেশি পদে নিয়োগ করবে রেল, দেখে নিন আবেদনের শেষ তারিখ
চাকরিপ্রার্থীকে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। সেই ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে আবেদনকারীর। কোনও স্বীকৃত বোর্ড থেকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাদের।
নয়াদিল্লি: ওয়েস্ট সেন্ট্রাল রেলে প্রচুর লোক নিয়োগ করছে রেল। ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ২২০৬ জনকে নিয়োগ করা হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ১০ নভেম্বরের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে।
কোন পদে হবে নিয়োগ
– Diesel Mechanic – Electrician
– Welder (Gas and Elect)
– Machinist
– Fitter
– Turner
– Wireman
– Mason (building & constructor)
– Carpenter
– Painter (General)
– Gardener
– Florist
– Pump Operator/ Mechanic
– Stenographer
– Hotel Clerk
– Secretarial Assistant
– Technician
শিক্ষাগত যোগ্যতা
চাকরিপ্রার্থীকে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। সেই ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে আবেদনকারীর। কোনও স্বীকৃত বোর্ড থেকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাদের। সঙ্গে আইটিআই থেকে নির্দিষ্ট পদে আবেদনের জন্য যোগ্যতা থাকতে হবে।
বয়স সীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ১৫-২৪ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের ফি
রেলের অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অনলাইনে ১০০ টাকা জমা দিতে হবে।ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই টাকা জমা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। তবে SC/ST,PWD ও মহিলাদের জন্য কোনও আবেদনের ফি জমা দিতে হবে না। এই বিষয়ে বিশদে জানতে http://www.wcr.indianrailways.gov.inএ যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।
কীভাবে আবেদন করবেন ?
West Central Railway-এর অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য আগামী ১০ নভেম্বরের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট http://www.wcr.indianrailways.gov.in-এ আবেদন করতে হবে চাকরিপ্রার্থীকে।
আরও পড়ুন: MSCWB recruitment 2021: রাজ্যে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আরও পড়ুন: South Central Railway Recruitment 2021: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, প্রচুর পদ খালি
Education Loan Information:
Calculate Education Loan EMI