Work From Home: মহিলা কর্মীরা সকলেই পাবেন ওয়ার্ক ফ্রম হোমের সুবিধে, বড় উদ্যোগ এই রাজ্যে
Andhra CM N Chandrababu Naidu: বড় উদ্যোগ নিয়েছে এই রাজ্য। মহিলাদের জন্য চালু করা হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) সুবিধে।

হায়দরাবাদ: এবার থেকে রাজ্যের মহিলারা সহজেই বাড়ির কাজ সামলে অফিস করতে পারবেন। ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্য আনতে পারবেন সহজেই। বড় উদ্যোগ নিয়েছে এই রাজ্য। মহিলাদের জন্য চালু করা হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) সুবিধে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু (N Chandrababu Naidu) এক্স হ্যান্ডলে একটি পোস্টে এই ওয়ার্ক ফ্রম হোমের পরিষেবা চালু করার কথা জানিয়েছেন। কর্মজগতে এর মাধ্যমে আরও বেশি পরিমাণে মহিলাদের অন্তর্ভুক্তি ঘটবে বলেই মনে করা হচ্ছে।
এক্স হ্যান্ডলের একটি পোস্টে চন্দ্রবাবু নায়ডু জানিয়েছেন, 'বড় পরিসরে ওয়ার্ক ফ্রম হোম পরিষেবা চালু করার কথা ভাবছে অন্ধ্রপ্রদেশ। বিশেষত মহিলাদের জন্যই। প্রথমেই আমি সমস্ত মহিলা ও বালিকাদের শুভেচ্ছা জানাতে চাই এই আন্তর্জাতিক বিজ্ঞানক্ষেত্রে বালিকা ও মহিলা দিবস উপলক্ষ্যে। আজ আমরা তাদের কৃতিত্বগুলি উদযাপন করি এবং এই ক্ষেত্রগুলিতে তাদের সমৃদ্ধি আরও বাড়ানোর চেষ্টা করি। নিজের প্রতিশ্রুতিবদ্ধ রাখি'।
কোভিড মহামারী আসার পর থেকেই কাজের জগতের ছবিটাই বদলে গিয়েছে অনেকাংশে। দেশে দ্রুত হারে বেড়েছে প্রযুক্তি আর সেই কারণেই ওয়ার্ক ফ্রম হোমের ধারণা এত বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ঘরে বসে কাজ বা যাকে রিমোট ওয়ার্ক বলে, কো-ওয়ার্কিং স্পেসেস কিংবা নেইবারহুড ওয়ার্কস্পেসেস এই ধারণাগুলির মাধ্যমে ব্যবসায়ী এবং চাকরিজীবীদের অনেক বেশি সচল ও স্বচ্ছন্দ রাখা হয়েছে। প্রোডাক্টিভ কাজের পরিবেশ গঠনে এই বিষয়গুলি অনেকাংশে সহায়তা করেছে। চন্দ্রবাবু নায়ডু জানান, 'এই উদ্যোগের মাধ্যমে আমরা অনেক বেশি ওয়ার্ক লাইফ ভারসাম্য বজায় রাখতে সমর্থ হব। এই ধারাকে আরও বাড়ানোর মাধ্যমে অন্ধ্রপ্রদেশে বদল আনার কথা ভাবছি আমরা। অন্ধ্রপ্রদেশ আইটি অ্যান্ড জিসিসি পলিসি ৪.০ এই পথে একটি গেম-চেঞ্জার হতে পারে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু জানিয়েছেন যে, ইনফরমেশন টেকনোলজি এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের উদ্যোগে সারা রাজ্যের সমস্ত ছোট বড় শহর, মফস্বলে আইটি অফিস স্পেস তৈরি করে দেওয়া হবে। একেবারে তৃণমূল স্তর থেকে কর্মসংস্থানের চেষ্টা করা হবে এই নীতির অধীনে। এর মাধ্যমে মহিলাদের এক বিরাট কর্মযজ্ঞে আরও বেশিমাত্রায় অংশগ্রহণের জন্য প্রাণিত করা হচ্ছে। এতে ওয়ার্ক লাইফ ভারসাম্য অনেক ভাল হবে, যাতায়াতের প্রতিকূলতা দূর হবে এবং মহিলা পেশাদারদের কাছে কেরিয়ারের সুযোগও অনেকাংশে বেড়ে যাবে।
আরও পড়ুন: Income Tax Bill: এই দিন থেকে চালু হবে নয়া আয়কর আইন, ক্রিপ্টো, ক্যাপিটাল গেইন কর সহ আরও কী বদল ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
