Lok Sabha Election 2024: লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়, TMC-ISF মারপিট
Bhangar News: পোলেরহাট থানায় দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
রঞ্জিত হালদার, ভাঙড়: লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar News)। জেলবন্দি আরাবুল ইসলামের (Arabul Islam News)খাস তালুক পোলেরহাট থানা এলাকার সাতুলিয়ায় সংঘর্ষে জড়ালেন তৃণমূল ও ISF কর্মীরা। আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন। ISF-এর অভিযোগ, গতকাল তাদের বুথ সভা চলাকালীন কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মী ও সমর্থকরা। আইএসএফ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ISF কর্মীরাই আক্রমণ করেছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। পোলেরহাট থানায় দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী ঘোষণার পরে ফের উত্তপ্ত হল ভাঙড়। আইএসএফের বুথ কমিটির মিটিং চলার সময় তাঁদের উপরে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ISF কর্মী খুনে তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেফতার হওয়ার পর, এবার তাঁর খাসতালুক পোলেরহাটেই সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও ISF। আহত হলেন উভয়পক্ষের ৫-৬ জন। ISF-এর দাবি, রবিবার পোলেরহাটের পশ্চিম সাতুলিয়া এলাকায় তাদের বুথ কমিটির মিটিং চলছিল। অভিযোগ, সেইসময় হামলা চালায় তৃণমূলের ৫০-৬০ জন দুষ্কৃতী।
ভাঙড়ের ISF নেতা খলিরুল ইসলাম বলেন, 'বুথ কমিটি তৈরি হচ্ছিল। তৃণমূল তৈরি ছিল। সেজেগুজে ৫০ জন গুন্ডাবাহিনী এল। ব্য়াপক মেরেছে।' জখম এক আইএসএফ কর্মী বাবলু মল্লিক বলেন, 'আমরা ফিরছিলাম মিটিং থেকে। ঝামেলা বলেই আমাদের বাঁট দিয়ে মারতে থাকে। যদিও ISF-এর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
রবিবারের ঘটনায় দু'পক্ষই পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পঞ্চায়েত নির্বাচনের সময় বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়! সংঘর্ষ, বোমাবাজি থেকে খুন- বাদ যায়নি কিছুই। পরপর বোমবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও হিংসার ঘটনায় বারবার শিরোনামে উঠে এসেছিল ভাঙড়। পরিস্থিতি এমনই ছিল যে ওই এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাঙড়ের ঘটনায় শুরু হয়েছিল তীব্র রাজনৈতিক তরজা।
এবার লোকসভা ভোটের মুখে ফের উত্তেজনা ছড়াল ভাঙড়ে। পঞ্চায়েত নির্বাচনে একাধিকবার অশান্ত হয়েছে এই ভাঙড়। চিন্তার বিষয় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি অথচ তার আগেই ফের অশান্তির ছবি দেখা যাচ্ছে ভাঙড়ের বুকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হলেন? পুরনো নেতা না কি নতুন মুখ?