TMC Candidate List 2024: 'আশা করিনি...শকিং', বললেন অর্জুন সিংহ! এবার কী করবেন?
Jonogorjon Sabha: পার্থ ভৌমিককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। কিন্তু তাঁর হয়ে প্রচারে নামবেন কী? উত্তরে কী বললেন অর্জুন?
কলকাতা: তৃণমূলের যে কজন হেভিওয়েট এবার টিকিট পেলেন না, তার মধ্যে রইলেন অর্জুন সিংহও। প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার ব্যারাকপুরে শেষ পর্যন্ত প্রার্থী করা হল না অর্জুন সিংহকে।
গতবারের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সিংহ। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে জিতে সাংসদও হয়েছিলেন। কিন্তু তারপরে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সাত বিধানসভায় খারাপ ফল করে বিজেপি। তারপরেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরেন অর্জুন সিংহ। তারপর থেকে বারবার ওই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে। শেষ পর্যন্ত ব্যারাকপুর আসনের জন্য অর্জুন সিংহকে ছেঁটে ফেলে পার্থ ভৌমিকের উপরেই ভরসা রাখল তৃণমূল।
অর্জুন সিংহ বললেন, 'এরকম এক্সপেকটেশন ছিল না। দিদি যা ভেবেছেন ঠিকই ভেবেছেন। উনি আমাদের গুরুজন। উনি যা ভেবেছেন ঠিকই ভেবেছেন। হয়তো উনি ভেবেছেন হয়তো আমি যোগ্য নই তাই দেননি।'
প্রার্থী হবেন বলা হয়েছিল?
অর্জুন বলছেন, 'ধারণা তো ছিলই। সেভাবেই বলা হয়েছিল। দলের টপ টু-এর সঙ্গেই কথা হয়েছিল। মনে দুঃখ নেই। রাজনীতিতে এসব হয়। এসব নিয়েই চলতে হয়।'
এবার কী পদক্ষেপ?
অর্জুন সিংহের প্রতিক্রিয়া, 'এখনও ভাবিনি। এলাকায় যাব। কর্মীদের সঙ্গে আলোচনা করব। একটু রেস্ট নিই আজকে। তারপর দেখব।'
পার্থ ভৌমিকের সঙ্গে কথা?
'কথা হয়েছে। কনগ্র্যাচুলেশন জানিয়েছি',
মন থেকে?
হ্যাঁ হ্যাঁ সব কাজ মন থেকে করি। বিরোধিতাও মন থেকে করি। সাপোর্টও মন থেকে করি।
ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, 'এটা বঞ্চিত মানুষের লড়াই। আমাকে ব্যারাকপুরে সামনে থাকতে বলেছে। আমি সবাইকে সঙ্গে নিয়ে লড়ব। আমি দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী। আমি মন্ত্রী ছিলাম, আমি যদি সাংসদ হয়ে যাই। ভবিষ্যতে দল ওকে নিশ্চিতভাবে সম্মানজনক জায়গায় রাখবে।'
ব্যারাকপুরকে বেছে নিয়েছিলাম। ব্যারাকপুরের বাইরে যাব না। তাই জন্যই হয়তো এমন হয়েছে। আমায় তো বলা হয়েছিল ব্যারাকপুর থেকে দাঁড়াতে হবে। পরে যদি কেউ ছেড়ে দিতে বলে তাহলে তো সম্ভব নয়।
পার্থ ভৌমিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্জুন হেসে জবাব দিলেন, 'আমার ভবিষ্যত তো ও ঠিক করবে না।'
অন্য দলে যাবেন?
হ্যাঁ বা না কোনওটাই স্পষ্ট করে বলেননি তিনি। তাঁর উত্তর, 'গেলে তো এখানে বসতাম না।'
পার্থ ভৌমিকের হয়ে প্রচারে নামবেন?
'বললাম তো বেস্ট উইশেস আছে...'
সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারীর সঙ্গে তুমুল ঝামেলা রয়েছে অর্জুন সিংহের। অর্জুনকে যাতে প্রার্থী না করা হয় তার জন্যও সই সংগ্রহ করে জমা দিয়েছিলেন তাঁরা। এদিকে অর্জুন সিংহ টিকিট না পাওয়ার প্রতিবাদে ইতিমধ্যেই অনুগামীরা বিক্ষোভ দেখিয়েছেন। দত্তপুকুরে রাস্তা আটকে চলেছে বিক্ষোভ।
শুভেন্দু অধিকারী বললেন, 'অর্জুন সিংহকে ওঁরা কোনওদিনই বিশ্বাস করে না আমরা জানি। অর্জুন সিংহ মহোদয় ভয়েও ওখানে গিয়েছিলেন। আমাদের অনেক নেতার সঙ্গে যোগাযোগ ছিল, আমার সঙ্গেও ছিল। আমি ওকে একাধিকবার বলেছি খুব বেশি হলে জেল খাটাতেন। শান্তনু ঠাকুরকে তো জেল খাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই পরিবার তো আত্মসমর্পণ করেননি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হলেন? পুরনো নেতা না কি নতুন মুখ?