BJP Candidate List: পদ্মে ফিরে আবারও প্রার্থী অর্জুন, তাপসকেও লোকসভা নির্বাচনে টিকিট দিল বিজেপি
Lok Sabha Elections 2024: তৃণমূল ছেড়ে এসেছেন এক জন, অন্য জন বিজেপি থেকে তৃণমূল হয়ে আবারও ফিরেছেন পদ্মশিবিরে।
কলকাতা: তৃণমূল ছেড়ে এসেছেন এক জন, অন্য জন বিজেপি থেকে তৃণমূল হয়ে আবারও ফিরেছেন পদ্মশিবিরে। তাপস রায় এবং অর্জুন রায়, দু'জনকেই লোকসভায় প্রার্থী করল বিজেপি। জল্পনা সত্যি করে উত্তর কলকাতায় প্রার্থী করা হয়েছে তাপসকে। অর্জুন প্রার্থী হয়েছে সেই ব্যারাকপুরেই। উত্তর কলকাতায় তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরে জোড়াফুলের প্রার্থী পার্থ ভৌমিক। উত্তর কলকাতা কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। (BJP Candidate List)
লোকসভা নির্বাচনের ঠিক মুখে, গত ৬ মার্চ বিজেপি-তে যোগ দেন তাপস। তৃণমূল ছাড়ার কারণ খোলসা করতে গিয়ে জানান, তাঁর বাড়িতে এনফোর্সমেন্ট হানা দেওয়ার পর একবারও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেননি তাঁর সঙ্গে। পাশাপাশি, সন্দেশখাবির ঘটনায় তৃণমূল নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাপস। যদিও সেই নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা। একদিন ED যেতেই তাপস দল পাল্টে ফেললেন বলে মন্তব্য করেন তিনি। (Lok Sabha Elections 2024)
তাপসের দলবদলের নেপথ্য়ে যদিও সুদীপের সঙ্গে তাঁর দীর্ঘ দ্বন্দ্বের তত্ত্ব সামনে উঠে আসছিল। প্রকাশ্যে একাধিক বার সুদীপকে আক্রমণ করেছেন তাপস। সুদীপ উত্তর কলকাতায় আসলে বিজেপি-র হয়ে কাজ করেন বলেও দাবি করেছিলেন। সেই সুদীপের বিরুদ্ধেই এবার লোকসভা নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে তাপস।
আরও পড়ুন: BJP Candidate List: তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বিজেপি-র প্রার্থিতালিকা ঘোষণা হতেই এদিন এবিপি আনন্দে মুখ খোলেন তাপস। তিনি বলেন, "আমি অত্যন্ত খুশি। কৃতজ্ঞতা জানাই দলের কেন্দ্রীয় এবং বঙ্গ নেতৃত্বকে। আশা করব, এখানকার মানুষের সমর্থন নিয়ে মোদিজির হাত শক্ত করতে পারব আমি।" উত্তর কলকাতায় প্রার্থী হয়ে তাপস বলেন, "আমি উত্তর কলকাতার ভূমিপুত্র। এখানেই বেড়ে ওঠা, স্কুল-কলেজ, রাজনীতিতে যাত্রা শুরুও। মিলিয়ে মিশিয়ে টানা ২০ বছর এখানে রয়েছি।"
চেনা মাঠে কি তাহলে সুদীপের বিরুদ্ধে লড়াই সহজ হবে তাপসের? তিনি বলেন, "আমি তৃণমূল পরিবারের ভোটও পাব, কর্মীদের ভোটও পাব। আমাকে ভোট না দিয়ে অন্যকে ভোট দেওয়ার কথা ভাবতে পারে না ওরা। আমাকে পেয়েছে ওরা। বাকিদের সম্পর্কেও ভাল মতো জানে। শুধুমাত্র নির্বাচনের সময় যদি কাউকে দেখা যায়, পরের পাঁচ বছর 'তোমার দেখা নাই হয়', তাহলে ভোটাররাও 'ভোট নাই রে' গাইবেন।"
এদিন প্রার্থী হওয়ার পর অর্জুন বলেন, "সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে, অমিতাভ চক্রবর্তী, কর্মী-সদস্য সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমার উপর বিশ্বাস রেখে দল দায়িত্ব দিয়েছে। মানুষ চেয়েছিলেন ব্যারাকপুর থেকে আমি প্রার্থী হয়ে লড়ি। তাঁদের আশীর্বাদ মাথায় নিয়ে লড়ব। নিশ্চিত ভাবে ২০১৯-এর থেকে অনেক বেশি ভোটে জয়ী হব। ১ লক্ষের বেশি ব্যবধানে জিতব।"
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়েছিলেন অর্জুন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ফের তৃণমূলে ফেরেন। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে তাঁকে ব্যারাকপুর থেকে প্রার্থী করেনি তৃণমূল। তাঁর জায়গায় প্রার্থী করা হয় পার্থকে। এর পরই বেসুরো বাজতে শুরু করেন অর্জুন। সেই আবহে মমতা সাফ জানান, বিজেপি-র টিকিটে জেতা সাংসদ পদ ছাড়েননি অর্জুন। এর পরই দিল্লি গিয়ে বিজেপি-তে আবারও ফিরে আসেন অর্জুন। ব্যারাকপুর থেকে লড়াই লক্ষ্য ছিল অর্জুনের। সেই মতো তাঁকে টিকিট দিল বিজেপি।