Arjun Singh : পদ্মপথে অর্জুন? ফিরতে চাইলেও বিজেপি কি দরজা খুলবে ? কী বলছে গেরুয়া শিবির?
Arjun Singh To Return BJP Speculation: তবে আবার পদ্মপথেই অর্জুন? তৃণমূলের টিকিট না মেলায় অর্জুন সিংহর বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে উঠেছে।
কলকাতা : তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই ধিকি করে জ্বলতে শুরু করেছে ক্ষোভের আগুন। প্রার্থী না হওয়ায়, অর্জুন সিংহ ( Arjun Singh ) বলেন, ' দল একবারও যদি আমাকে বলত আমি আসতাম না। এটা একরকম বিশ্বাসভঙ্গ করা হয়েছে।' এপ্রসঙ্গে পার্থ ভৌমিক ( Partha Bhowmik ) বলেন, 'নিশ্চিত ভাবে ও সম্মানজনক কিছু পাবে।'
রবিবারের ব্রিগেডে ৪২ জনের প্রার্থী তালিকা ঘোষণার পরই ফের জল্পনা তৈরি হয়েছে, তবে আবার পদ্মপথেই অর্জুন? তৃণমূলের টিকিট না মেলায় অর্জুন সিংহর বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে উঠেছে।
'ধোঁকা দেওয়া হয়েছে, বিশ্বাসভঙ্গ করেছে দল, দীর্ঘ টালবাহানার পরে ব্যারাকপুরে টিকিট দিল না দল। ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে বলেই দলে নিয়ে আসা হয়েছিল। দল আগে জানালে যোগ দিতাম না। কর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব', টিকিট না পেয়ে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ।
ব্রিগেডের মঞ্চে টিকিট পাননি বর্তমানের সাংসদ অর্জুন সিং, বদলে টিকিট পেলেন পার্থ ভৌমিক। আর তারপরই, 'বোমা' ফাটান শুভেন্দু অধিকারী। বলেন, 'অর্জুন সিংহ মহোদয় কার্যত ভয়ে ওদিকে গিয়েছিলেন। আমাদের অনেক নেতার সাথে তাঁর যোগাযোগ ছিল। আমার সাথেও যোগাযোগ ছিল। আজকে আমি বলছি আপনাদেরকে অকথিত তথ্য় দ্রৌপদী মুর্মুকে পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট ৩৪ জন MP ভোট দিয়েছিলেন। একটাও বিজেপির MP ছিল না। দুটো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন । তার মধ্য়ে একটা অর্জুন সিংহের ছিল।'
তাহলে কি পদ্ম শিবিরের দরজা অর্জুনের জন্য খোলাই ? সাংসদ দিলীপ ঘোষ সোমবার বললেন, 'শেষ গোল তৃণমূল দিয়ে দিল। উনি এখন ভাবুন। বিজেপির লোকেদের উনি অখুশি করেছেন। আমাদের কর্মীরা হাতে প্রাণ নিয়ে ওনাকে জিতিয়েছিল। ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, উনি চলে গেছেন, সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এখন যেখানে গিয়েছিলেন সেই পার্টির উপর ভরসা করেছিলেন। সেই পার্টির যেমন ক্যারেক্টার সেই রকম করেছে। সেটা আমি বলতে পারব না, উনি ফিরবেন কিনা। দল তাকে নেবে কিনা। দল ডিশিসন নেবে। '
সোমনাথ শ্য়াম থেকে সুবোধ অধিকারী, উত্তর ২৪ পরগনার একাধিক নেতার সঙ্গে দ্বন্দ্বের জেরেই কি শেষ অবধি টিকিট পেলেন না অর্জুন সিং? এদিকে তাঁকে প্রার্থী না করায় দত্তপুকুরে প্রায় এক ঘণ্টা যশোর রোড অবরোধ করেন অর্জুনের অনুগামীরা।
আরও পড়ুন :