Firhad Hakim on Congress : "কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া", কটাক্ষ ফিরহাদের
Assembly Poll Result 2022 : দিল্লিতে পার্টি অফিসের বাইরে প্ল্যাকার্ড হাতে জমায়েত কংগ্রেস কর্মী-সমর্থকদের। তাঁদের অভিযোগ, ইভিএম কারচুপি করা হয়েছে।
কলকাতা : পাঞ্জাব কংগ্রেসের হাতছাড়া হওয়ার পথে। একতরফা অগ্রগতি আপের। উত্তরাখণ্ডে সরকার গড়ার দৌড়ে এগিয়ে বিজেপি। মণিপুরেও এগিয়ে বিজেপি। এই পরিস্থিতিতে কংগ্রেসকে কটাক্ষ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের।
তিনি বললেন, "দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়ে গেছে কংগ্রেসটা। এত পুরনো একটা দল আস্তে আস্তে বিলুপ্তির পথে। কংগ্রেসের উচিত হচ্ছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া। তাহলে গাঁধীবাদ-সুভাষবাদকে সঙ্গে নিয়ে জাতীয় স্তরে আন্দোলন করা যাবে।"
২০২৪-এর সেমিফাইনালে পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যেই একক বৃহত্তম দলে পরিণত হওয়ার পথে বিজেপি। উত্তরপ্রদেশে প্রায় ৭০ শতাংশ আসনে এগিয়ে বিজেপি। পশ্চিম উত্তরপ্রদেশে আগরা বাদে অন্যান্য এলাকায় লড়াই দিচ্ছে সমাজবাদী পার্টি। এমনকী কৃষক মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠা লখিমপুর খেরিতেও বিজেপির জয় জয়কার। হাথরসেও এগিয়ে বিজেপি প্রার্থী।
জোর টক্কর চলছে গোয়ায়। সামান্য এগিয়ে বিজেপি। ঠিক পিছনে লড়াই দিচ্ছে কংগ্রেস। খাতা খুলতে পারেনি তৃণমূল, ৪টি আসনে এগিয়ে সঙ্গী এমজিপি।
এদিকে পাঞ্জাবও কংগ্রেসের হাতছাড়া হওয়ার পথে। একতরফা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে আপের। উত্তরাখণ্ডে সরকার গড়ার দৌড়ে এগিয়ে রয়েছে বিজেপি। মণিপুরেও এগিয়ে বিজেপি। স্বাভাবিকভাবে কোথায় সেইভাবে নজরে পড়ছে না কংগ্রেসের সাফল্য। এই পরিস্থিতিতে আজ বিক্ষোভ দেখায় কংগ্রেস। দিল্লিতে পার্টি অফিসের বাইরে প্ল্যাকার্ড হাতে জমায়েত করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, ইভিএম কারচুপি করা হয়েছে।
৫ রাজ্যে কোথায় দাঁড়িয়ে কোন দল ?
উত্তরপ্রদেশ-
- বিজেপি ২৬৯
- এসপি ১২৫
- বিএসপি ৫
- কংগ্রেস ৪
- অন্যান্য ১
উত্তরাখণ্ড -
- বিজেপি ৪৬
- কংগ্রেস ২১
- আপ ০
- বিএসপি ০
- অন্যান্য ৩
পঞ্জাব-
- আপ ৮৯
- কংগ্রেস ১৮
- শিরোমণি অকালি দল ৬
- বিজেপি ৩
- অন্যান্য ১
গোয়া -
- বিজেপি ১৯
- কংগ্রেস ১২
- তৃণমূল ৩
- আপ ২
- অন্যান্য ৪
- মণিপুর-
- বিজেপি ২৫
- কংগ্রেস ১১
- এনপিপি ১১
- এনপিএফ ৬
- অন্যান্য ৭