এক্সপ্লোর
‘শ্যালক’ বিজেপিতে, ওদের দলের কেউ আমার আত্মীয় হতেই পারে না, বললেন সপার বদাউনের সাংসদ ধর্মেন্দ্র যাদব

লখনউ: বিজেপির সঙ্গে তার নাম যোগ করা উচিত নয় কারণ, তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এমনটাই জানালেন, সমাজবাদী পার্টির বদাউনের সাংসদ ধর্মেন্দ্র যাদব। তার শ্যালক বিজেপিতে যোগদান করার পরই এই মন্তব্য করলেন ধর্মেন্দ্র। গত রবিবার আগ্রায় বিজেপিতে যোগ দিয়েছেন বদাউনের সাংসদ ধর্মেন্দ্র যাদবের শ্যালক অনুজেশ প্রতাপ সিংহ যাদব। একটি জনসভায় তিনি বলেন, তিনি সংবাদ মাধ্যমের কাছে শুনেছেন বিজেপিতে যোগদান করেছেন অনুজেশ প্রতাপ। তাকে ধর্মেন্দ্র যাদবের শ্যালক বলে পরিচয় দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কোনও বিজেপি নেতা এমনকি অনুজেশ প্রতাপ সিংহ যাদবের সঙ্গেও তার কোনও সম্পর্ক নেই। বিজেপিতে যোগ দিলে কেউ তার আত্মীয় হতে পারেন না। তাই অনুজেশ প্রতাপকে যেন তার আত্মীয় হিসাবে সংবাদ মাধ্যমে প্রচার চালানো না হয়।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জ্যোতিষ
ক্রিকেট





















