![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Yusuf Pathan Wins In Baharampur : বহরমপুরে লাগাতার অপরাজেয় অধীরকে হারালেন তৃণমূলের ইউসুফ পাঠান
Yusuf Pathan Wins In Baharampur : প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান প্রাক্তন কেকেআর তারকা ইউসুফ পাঠান। মুখ্যমন্ত্রীর ভরসার মান রাখল বহরমপুরের মানুষ।
![Yusuf Pathan Wins In Baharampur : বহরমপুরে লাগাতার অপরাজেয় অধীরকে হারালেন তৃণমূলের ইউসুফ পাঠান Baharampur Lok Sabha Election Results 2024 Yusuf Pathan Wins In Baharampur constituency west bengal lok sabha election result 2024 Adhir Ranjan Chowdhury Nirmal Kumar Saha Yusuf Pathan Wins In Baharampur : বহরমপুরে লাগাতার অপরাজেয় অধীরকে হারালেন তৃণমূলের ইউসুফ পাঠান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/04/658b6f971eee9f997fe313d64ff36a30171750254718953_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বহরমপুর : বহরমপুরে ( Baharampur ) বিরাট ধাক্কা কংগ্রেসের, জায়ান্ট কিলার ইউসুফ পাঠান। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধীর চৌধুরীকে হারালেন ৭৩,২৬২ ভোটে। তাঁর প্রাপ্ত ভোট ৪৭৬৯১৩। অধীর চৌধুরীর ঝুলিতে ৪০৩৬৫১ ভোট। তৃতীয় স্থানে এই কেন্দ্রে নির্মল সাহা। তাঁর প্রাপ্ত ভোট ৩৪৮৭২৬।
গুজরাতের বরোদার বাসিন্দা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুরের প্রার্থী করে চমকে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'মোদি, অমিত শাহর পর দিদির প্রার্থীও আনছেন গুজরাত থেকে', কটাক্ষ করে বলেন অধীর চৌধুরী। বাঁকা মন্তব্য এসেছিল বামেদের তরফেও। 'ভবিষ্যতে হলিউড থেকে প্রার্থী আনা হবে', বলে প্রতিক্রিয়া দেন মহম্মদ সেলিম। অন্যদিকে প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান প্রাক্তন কেকেআর তারকা ইউসুফ পাঠান। তারপর থেকেই বহরমপুরে লাগাতার প্রচার করে গিয়েছেন তিনি। কটাক্ষকে পাত্তা দেননি।
কেন্দ্রের হাল হকিকত
২০২১ সালের বিধানসভা নির্বাচনে` (2021 West Bengal Assembly Election) নিরিখে বহরমপুর কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র। তার মধ্যে ৬টিতেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র একটি আসনে জয় ছিনিয়ে নিয়েছিল বিজেপি। কংগ্রেসের ভাগ্যে শিকে ছেঁড়েনি।
কিন্তু বহরমপুরের লোকসভা ভোটের ইতিহাসটা আলাদা। গত পাঁচ-পাঁচটি লোকসভা ভোটে অপরাজেয় ছিলেন অধীর চৌধুরী। ১৯৯৯ থেকে টানা ৫ বার এই কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছেন তিনি। রাজ্যে ক্ষমতায় আসার পরে একদশক কাটিয়ে ফেলেছে তৃণমূল। কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বহরমপুরে অধীর কি গড় ধরে রাখতে পারবেন ? সেটাই ছিল মূল প্রশ্ন।
কংগ্রেস সাংসদ অধীরের বিরুদ্ধে তৃণমূলের ভোটে দাঁড়িয়েছিলেন ২০১১-র ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য অলরাউন্ডার ইউসুফ পাঠান (Yusuf Pathan) । বহরমপুর লোকসভা কেন্দ্রের লড়াই ছিল ত্রিমুখী। বহরমপুরে বিজেপির প্রার্থী প্রবীণ চিকিৎসক নির্মল সাহা।
১৩ মে হয়েছিল লোকসভার ভোটের চতুর্থ দফার ভোটগ্রহণ। এই দিন বাংলার ৮ কেন্দ্রে নির্বাচন হয়।এদিন ভোট হয় বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান - দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর ও রানাঘাটে। এই পাঁচ জেলা মিলিয়ে মোট ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সঙ্গে ছিল রাজ্য পুলিশের ৩০ হাজার কর্মী, ছিল কুইক রেসপন্স টিমও।
রাজ্যের ৪২ আসনের রায় কার পক্ষে, কার বিপক্ষে? ভোট গণনার লেটেস্ট আপডেট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)