এক্সপ্লোর
Advertisement
সিপিএম প্রার্থীকে হেনস্থা থেকে ভোটারদের হুমকি, পঞ্চম দফার ভোটে অশান্ত ব্যারাকপুর, অভিযুক্ত তৃণমূল
ব্যারাকপুর (উত্তর ২৪ পরগনা) : ভোটের দিনভর ব্যারাকপুর শিল্পাঞ্চলে দফায় দফায় হামলা। সন্ত্রাস। কখনও বুথের বাইরে। কখনও বুথের থেকে বহুদূরেই রক্তচক্ষু দেখিয়ে বাড়ি ফিরিয়ে দেওয়া সাধারণ ভোটারকে! অশান্তির খবর পেয়ে পৌঁছতেই সিপিএম প্রার্থীকে হেনস্থা এবং ঘিরে ধরে বিক্ষোভের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ব্যারাকপুরের বড়পোল লাগোয়া দীপকনগর কলোনিতে, আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে সেখানে পৌঁছোন সিপিএম প্রার্থী দেবাশিস ভৌমিক। কিন্তু, তৃণমূলকর্মীরা তাঁকেও প্রথমে অশ্রাব্য গালিগালাজ এবং তারপর মারধর করেন বলে অভিযোগ।
গন্ডগোল বড় আকার নেওয়ার পর ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছন। শুরু হয় রুটমার্চ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত দু’দিন ধরেই তৃণমূলকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে।
তবে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী শীলভদ্র দত্ত অবশ্য এসব অভিযোগ মানতে চাননি। অন্যদিকে, জোট প্রার্থীর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আঁতাঁত করে দেদার ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগে সরব তৃণমূল।
বেলা যত গড়িয়েছে ততই বেড়েছে উত্তাপ। ব্যারাকপুরের অন্যান্য এলাকা থেকেও সামনে এসেছে অশান্তির খবর। কখনও শ্যামাশ্রী পল্লিতে সিপিএমের এজেন্টকে হুমকির, কখনও নগেন্দ্র স্মৃতি শিক্ষা নিকেতনে সিপিএম এজেন্টকে মারধরের। সব ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, শাসক দল সব অভিযোগ অস্বীকার করেছে।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement