এক্সপ্লোর
কমিশন-কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মমতা
![কমিশন-কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মমতা Bengal Polls Ec Central Force Come Under Attack From Mamata কমিশন-কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মমতা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/04/26235011/etx-mamata-on-central-force-3-win-sot-new-260416-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সোমবার পঞ্চম দফার নির্বাচনে খড়দা, সল্টলেক থেকে রাজারহাট গোপালপুর, নানা জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সক্রিয় ভূমিকা দেখা গিয়েছে! তৃণমূলের একাধিক হেভিওয়েট প্রার্থীকে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়াতে, ক্ষোভ উগড়ে দিতে। এই প্রেক্ষাপটে এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভাঙড় এবং বারুইপুরের সভা থেকে মমতা বলেন, 'অনেক ভোট করেছি। এরকম জুলুমের ভোট দেখিনি।'
বিরোধীদের পাল্টা কটাক্ষ, দিশেহারা হয়েই এ ধরণের কথা বলছেন মমতা। ষষ্ঠ দফার ভোটের আগে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুলিশ অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে কাকদ্বীপের এসডিপিও, পঞ্চসায়র, জীবনতলা ও হারউড পয়েন্ট কোস্টাল থানার ওসি এবং এবং কসবা থানার এক সাব ইন্সপেক্টরকে।
এর আগেও পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলাশাসক থেকে শুরু করে একাধিক আইসি-ওসি-কে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়েও ক্ষোভ চেপে রাখতে পারেননি তৃণমূল নেত্রী। বলেন, নির্বাচনের নামে পাবলিক হ্যারাসমেন্ট।
এই অপসারিত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে শাসকের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। বুধবার সকাল ১১টার মধ্যে অপসারিতদের জায়গায় নতুন অফিসাররা দায়িত্বভার নেবেন।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)