এক্সপ্লোর
Advertisement
সিপিএম পোলিং এজেন্টের বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ
নাটাবাড়ি (কোচবিহার): তৃণমূল প্রার্থীর হুমকি-শাসানির কয়েক ঘণ্টা পরই কোচবিহারের নাটাবাড়িতে আক্রান্ত সিপিএম। কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন সিপিএমের পোলিং এজেন্ট। তৃণমূল প্রার্থীর দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।
সপ্তম দফার ভোটে কার্যত এলাকা দাপিয়ে বেড়িয়েছিলেন কোচবিহারের নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। কখনও হুমকি দিয়েছেন পোলিং অফিসারকে। কখনও কেন্দ্রীয় বাহিনীকে! কখনও আবার চড় কষিয়েছেন দলীয় কর্মীর গালে!
তৃণমূল প্রার্থীর এহেন দাপটের পর কয়েকঘণ্টা যেতে না যেতেই, নাটাবাড়িতেই আক্রান্ত সিপিএম কর্মী! অভিযোগ, ভোট শেষের রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা! অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সিপিএমের পোলিং এজেন্ট।
বৃহস্পতিবার রাত তখন ২টো। অভিযোগ, সিপিএমের পোলিং এজেন্ট সজল খাসনবিশের বাড়ি লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়ির দরজা ভেদ করে সেই গুলি গিয়ে লাগে দেওয়ালে! সিপিএমের পোলিং এজেন্ট সজল খাসনবিশ বলেন, ঠিক নীচে বসেছিলাম। মাথার উপর গিয়ে লাগল। সিপিএম কর্মীর অভিযোগ, তৃণমূলের হুমকি উপেক্ষা করে পোলিং এজেন্টের কাজ করাতেই এই হামলা! তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন নাটাবাড়ির সিপিএম প্রার্থী তমসের আলিও।
যদিও, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের পাল্টা দাবি, অভিযোগ ভিত্তিহীন। এলাকার দুষ্কৃতীরা এই কাজ করেছে। কারা করেছে পুলিশ তা তদন্ত করে দেখবে। এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই।
এই ঘটনায় স্থানীয় এক তৃণমূল নেতা-সহ চারজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও, পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement