Abhijit Ganguly: 'তুমি কত টাকায় বিক্রি হও?' অভিজিতের মন্তব্যে বিতর্ক
Loksabha Election 2024: তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের 'রেট' মন্তব্য়ে তৈরি হল বিতর্ক।
কলকাতা: মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) সম্পর্কে বিতর্কিত মন্তব্য় করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Gnaguly)। যা নিয়ে তাঁর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।
বিতর্কিত মন্তব্য় বিজেপি প্রার্থীর: ভোটের আবহেই বাংলায় রাজনীতির ভাষা-সন্ত্রাস বিতর্কে নতুন সংযোজন। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের 'রেট' মন্তব্য়ে তৈরি হল বিতর্ক। তমলুকের বিজেপি প্রার্থীর মন্তব্য, “রেখা পাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায়, আমাদের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন, একটু বেশি সুন্দরী। সেই জন্য় রেখা পাত্রকে ২ হাজার টাকায় কেনা যায়। একজন মহিলা আরেক জন মহিলা সম্পর্কে কী করে এই উক্তি করতে পারেন আমরা ভাবতেও পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা তো! আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে।''
তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করতে গিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির এই মন্তব্য়ে তুঙ্গে উঠল তরজা। অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে ১০ লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশন হাওয়া করে দেয় অন্য় দেশে। ভারতবর্ষেই থাকে না সেই রেশন। তো তোমার দাম ১০ লাখ টাকা কেন?''
৫ মে ষষ্ঠ দফায় তমলুকে ভোট। তার আগে বিজেপি প্রার্থীর মন্তব্য়ে ফের বঙ্গ রাজনীতিতে ভাষা নিয়ে বিতর্ক দানা বাঁধল। রাজ্যের অর্থমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় আপনি তো সভ্যতার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ এত অসম্ভব খারাপ কথা আপনার মুখে শোনা যাচ্ছে যে মানুষ আপনাকে আর মানুষ ভাবছে না। এগুলো তো আঙুল আপনার দিকে উঠবে। যে আঙুল আপনি তুলছেন অন্য়ের দিকে সেই আঙুল তো আপনার দিকে উঠবে। আপনি তো বিচারপতির আসনে বসে আপনি তো বলে দিয়েছেন যে আপনি কাদের সঙ্গে কথা বলছিলেন, কাদের সঙ্গে আপনার বার্তালাপ হচ্ছে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kalyan Banerjee: তাঁর প্রাক্তন জামাই বলেই বিজেপির টিকিট! কবীরকে খোঁচা কল্যাণের