Shivraj Singh Chouhan : RSS ও BJP-র ছাত্র সংগঠনের সঙ্গে দীর্ঘ যোগ, কেন্দ্রীয়মন্ত্রী হিসাবে শপথ পোড়খাওয়া রাজনীতিক শিবরাজের
NDA Government: নবগঠিত NDA সরকারে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি। মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।
নয়াদিল্লি : দীর্ঘদিনের রাজনীতিক। গেরুয়া শিবিরের অন্যতম মুখ। মধ্যপ্রদেশের রাজনীতি আর তাঁর নাম কার্যত সমার্থক। দীর্ঘদিন সাফল্যের সঙ্গে সামলেছেন মুখ্যমন্ত্রিত্ব। এবার নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারে। নবগঠিত NDA সরকারে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি। মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।
#WATCH | BJP leader Shivraj Singh Chouhan sworn in as Union Minister in the Prime Minister Narendra Modi-led NDA government pic.twitter.com/wQj0fPe0Yy
— ANI (@ANI) June 9, 2024
এবার লোকসভা ভোটে মধ্যপ্রদেশজুড়ে জোরদার প্রচার করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব ও শিবরাজ সিংহ চৌহান। এই রাজ্যে ভাল ফল করেছে বিজেপি। ২৯টি আসনে জয়লাভ করেছে। নজরকাড়া ফল করেছেন শিবরাজ সিংহ চৌহান নিজেও। বিদিশা কেন্দ্র থেকে রেকর্ড মার্জিনে জিতেছেন তিনি। ৮ লক্ষ ২১ হাজার ৪০৮ ভোটে জয়লাভ করেছেন। সব মিলিয়ে তাঁর ঝুলিতে যায় ১১ লক্ষ ১৬ হাজার ৪৬০টি ভোট। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী প্রতাপ ভানু শর্মা পেয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৫২টি ভোট।
১৯৫৯ সালে ৫ মার্চ সেহোরের জৈত গ্রামে জন্মগ্রহণ করেন শিবরাজ। আরএসএস ও বিজেপির ছাত্র সংগঠনের সঙ্গে দীর্ঘ যোগ তাঁর। ১৯৯০ সালে প্রথম বুধনি কেন্দ্রে বিধানসভা নির্বাচনে জেতেন তিনি। ওই বছরেই তিনি বিদিশা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৯৬ সালে দ্বিতীয়বার নির্বাচিন হন একাদশ লোকসভায়। ১৯৯৮ সালে পুনর্নির্বাচিত হন। পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্বও। ১৯৯৯ সালে শুরু হওয়া ত্রয়োদশ লোকসভাতেও তিনি জায়গা করে নেন। এরপর ২০০৫ সালে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। ২০১৮ সালের ১২ ডিসেম্বর তিনি ইস্তফা দেন। আবার ২০২০ সালে ২৩ মার্চ তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।
শপথ-গ্রহণ
এনিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। এদিন দেশ-বিদেশের বিশিষ্টদের উপস্থিতিতে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এরপর একে একে শপথ নেন মোদি-মন্ত্রিসভার পুরনো একের পর এক মুখ। একে একে শপথ নেন রাজনাথ সিংহ, অমিত শাহ, জে পি নাড্ডা, নীতিন গডকরি, শিবরাজ সিংহ চৌহান, এস জয়শঙ্কর, মনোহর লাল, নির্মলা সীতারমণ, এইচ ডি কুমারস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধানরা। শপথ নেন হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ)-র প্রতিষ্ঠাতা জিতন রাম মাঝি, জে ডি ইউ নেতা রাজীব রঞ্জন (লালন) সিংহ, বিজেপি নেতা সর্বানন্দ সোনওয়াল, টিডিপির কিঞ্জারাপু রাম মোহন নায়ডু, বিজেপি নেতা প্রহ্লাদ জোশি, বীরেন্দ্র কুমার, জুয়েল ওঁরাও, গিরিরাজ সিংহ, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদবের।