Sandeshkhali: শাহজাহান মার্কেটে উড়ল গেরুয়া পতাকা, লোকসভা ভোটের মুখে কি বদলাচ্ছে সন্দেশখালির সমীকরণ?
২০১৩-র পর থেকে কার্যত সন্দেশখালিজুড়ে বিরোধী দলগুলির পতাকা দেখা যায়নি। শেখ শাহজাহানের নামাঙ্কিত বাজারে শুক্রবার তৃণমূলের পতাকা খুলে লাগানো হয় গেরুয়া পতাকা।
সমীরণ পাল, ঝিলম করঞ্জাই ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: লোকসভা ভোটের মুখে কি বদলাচ্ছে সন্দেশখালির (Sandeshkhali) সমীকরণ? শেখ শাহজাহান যখন সিবিআই (CBI) হেফাজতে, তখন সন্দেশখালির শেখ শাহজাহান (Seikh Shahjahan) মার্কেটে উড়ল গেরুয়া পতাকা। শনিবার, সন্দেশখালি ১ নম্বর ব্লকে সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যান বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। এই এলাকায় শেখ শাহজাহানের বাড়ি! এখানেই এদিন রীতিমতো চেয়ার টেবিল পেতে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে ক্যাম্প করে বিজেপির আইনজীবী সেল।
এক সময়ে যিনি ছিলেন সন্দেশখালির ত্রাস। তিনিই এখন সিবিআই হেফাজতে। তাঁর শাগরেদরাও গরাদের আড়ালে। আর তারপর থেকেই বদলাতে শুরু করেছে সন্দেশখালির সমীকরণ। এবার খোদ শেখ শাহজাহানের নামাঙ্কিত বাজারে উড়ল গেরুয়া ধ্বজা।
সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবেড়িয়া বাজারে এই বিশাল মার্কেট। শয়ে শয়ে দোকান। মাছের আড়ত। রয়েছে ফলের দোকান, ওষুধের দোকান, গোটা একটা মার্কেট কমপ্লেক্স। এরই দোতলায় রয়েছে শেখ শাহজাহানের অফিস ঘর। সেই শেখ শাহজাহান মার্কেটে উড়ল বিজেপির পতাকা।
স্থানীয়দের দাবি, ২০১৩-র পর থেকে কার্যত সন্দেশখালিজুড়ে বিরোধী দলগুলির পতাকা দেখা যায়নি। বর্তমানে CBI-এর হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। এই পরিস্থিতিতে শেখ শাহজাহানের নামাঙ্কিত বাজারে শুক্রবার তৃণমূলের পতাকা খুলে লাগানো হয় গেরুয়া পতাকা।
চব্বিশের লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে নিজেদের জমি শক্ত করতে চাইছে বিজেপি। একের পর এক নেতা-নেত্রী নিয়মিত পৌঁছে যাচ্ছেন সেখানে শনিবার, সন্দেশখালিতে যায় বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে আইনজীবীদের একটি দল। সন্দেশখালি ১ নম্বর ব্লকে সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। এখানেই শেখ শাহজাহানের বাড়ি!
সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের একসময় প্রধান ও পরে উপপ্রধান ছিলেন শেখ শাহজাহান। এখানেই এদিন রীতিমতো চেয়ার টেবিল পেতে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে ক্যাম্প করে বিজেপির আইনজীবী সেল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
সন্দেশখালির সিপিএমের প্রাক্তন বিধায়ক, নিরাপদ সর্দারের জামিনের দিনই, ভাঙা তুষখালি ফেরিঘাট এবং লাগোয়া রাস্তায় দেখা যায় সিপিএমের পতাকা। এবার শেখ শাহজাহানের নামাঙ্কিত মার্কেটে উড়ল বিজেপির পতাকা।