Panchayat Election: মাঠ থেকে উদ্ধার নির্দল প্রার্থীর স্বামীর ক্ষতবিক্ষত দেহ, চাঞ্চল্য বীরভূমের মহম্মদবাজারে
Birbhum Body Recovery:নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে। প্রার্থী ছবি মাহারার স্বামী দিলীপ মাহারা বিজেপির বুথ সহ-সভাপতি।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: নির্দল প্রার্থীর (Indepedent Candidate) স্বামীর (Husband) রহস্যমৃত্যু (Body Recovery) ঘিরে চাঞ্চল্য বীরভূমের (Birbhum) মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে। প্রার্থী ছবি মাহারার স্বামী দিলীপ মাহারা বিজেপির বুথ সহ-সভাপতি। বাড়ির কাছে মাঠ থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের দাবি, দেহের কাছেই পড়েছিল গুলির খোল। মৃতের নাম দিলীপ মাহারা।
কী জানা গেল?
মৃতের স্ত্রী, বিক্ষুব্ধ তৃণমূল কর্মী ছবি মাহারা এবার টিকিট না পেয়ে হিংলো গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। অভিযোগ, মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল তৃণমূল। হুমকিও দেওয়া হয়। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে দাবি পরিবারের। এর মধ্যেই গতকাল সন্ধে থেকে নিখোঁজ হয়ে যান নির্দল প্রার্থীর স্বামী। আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের বক্তব্য, গত কালই দিলীপ নিখোঁজ হওয়ার পর পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু কোনও ব্য়বস্থা নেয়নি পুলিশ, অভিযোগ তাঁদের। এতেই শেষ নয়। পুলিশ যখন দেহের পাশ থেকে উদ্ধার হওয়া খোল তুলে নিয়ে চলে যাচ্ছিল, তখন বাধা দেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। মৃতের ছেলে উৎপল মাহারা বক্তব্য, তাঁর মা এবার নির্দল প্রার্থী যাঁকে বিজেপি সমর্থন করেছে। প্রথম থেকেই মনোনয়ন তুলে নিতে ছবি মাহারাকে চাপ দেওয়া হচ্ছিল, জানাচ্ছেন উৎপল। কিন্তু রাজি হননি ছবি। গত কয়েক দিনে সেই হুমকির তীব্রতা বাড়ে, প্রচারেও বার বার বাধা দেওয়া হয় ওই নির্দল প্রার্থীকে, এমনই অভিযোগ। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এই মর্মে আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, বিজেপি সমর্থিত ওই নির্দল প্রার্থীর জয়ের সম্ভাবনা ছিল দেখেই হুঁশিয়ারির তীব্রতা বাড়াচ্ছিল তৃণমূল। অন্য দিকে তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, এটি গ্রাম্য বিবাদ। তৃণমূলের কোনও যোগ নেই। তদন্ত হলেই পরিষ্কার হবে, কে নেপথ্যে রয়েছেন। শোনা যাচ্ছে, বিরোধী দলনেতাও এখানে আসতে পারেন।
অশান্তি দিকে দিকে...
ভোটের দুদিন বাকি। তার আগে, রাজ্য়ের নানা প্রান্তে অশান্তি ও রক্তপাতের খবর এসেই চলেছে। এদিন যেমন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ ব্লকের মির্জাপুর ১ গ্রাম পঞ্চায়তের সাদিকপুর গ্রামে সিপিএম প্রার্থীর উপর হামলা চলে বলে অভিযোগ। বদর শেখ নামে ওই সিপিএম প্রার্থীর বাড়িতে চড়াও হয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, দাবি এমনই। বাধা দিতে এলে আক্রান্ত হন সিপিএম প্রার্থীর ছেলে মহবুল শেখ ও জামাই। গুরুতর জখম অবস্থায় বদর শেখকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আনা হয়। বাকি দু'জনকেও সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ এনেছে সিপিআই(এম)। সবটাই অস্বীকার করেছে জোড়াফুল শিবির।
আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন