C-Voter Opinion Poll: কলকাতা পুরভোটে ১০ নম্বর বরোর কতগুলি ওয়ার্ডে জিততে পারে তৃণমূল? কী বলছে সি ভোটার সমীক্ষা
C-Voter Opinion Poll KMC Election 2021: ২০২১-এর বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক তৃণমূল একাই সব ওয়ার্ডে জয়লাভ করে।
![C-Voter Opinion Poll: কলকাতা পুরভোটে ১০ নম্বর বরোর কতগুলি ওয়ার্ডে জিততে পারে তৃণমূল? কী বলছে সি ভোটার সমীক্ষা C-Voter Opinion Poll KMC Election 2021 Kolkata municipal corporation election results for borough 10 C-Voter Opinion Poll: কলকাতা পুরভোটে ১০ নম্বর বরোর কতগুলি ওয়ার্ডে জিততে পারে তৃণমূল? কী বলছে সি ভোটার সমীক্ষা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/15/bdda551033a9d9ad39f2dd8c3e8ba99c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এবার কলকাতা পুরসভার দশ নম্বর বরো। Most Glamourous বরোর খেতাব দিতে গেলে, সেটা বোধহয় এই দশ নম্বর বরোকেই দিতে হবে। টালিগঞ্জের গোটা স্টুডিও পাড়াটাই এই বরোর মধ্যে। টেকনিশিয়ান্স স্টুডিও, NT 1, ইন্দ্রপুরী--- সবই এখানে। শুধু তাই নয়, কানন দেবী থেকে উৎপল দত্ত, ছবি বিশ্বাস থেকে রবি ঘোষ, বাংলা চলচ্চিত্রের মহীরূহদের বাস ছিল এখানে। টালিগঞ্জ, গলফ গ্রিন, যাদবপুর, বাঘাযতীন থেকে রাসবিহারীর একাংশ দশ নম্বর বরোর মধ্যে পড়ে। এই বরোয় বারোটি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফলের নিরিখে, সবক’টিতে এগিয়ে ছিল তৃণমূল।
২০১৫ এর কলকাতা পুরভোটে এই দশ নম্বর বরোর ১২ ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছিল ৮ টি, বামেরা ৪টি ওয়ার্ডে, কংগ্রেস ও বিজেপি শূন্য হাতে। ২০২১-এর বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক তৃণমূল একাই সব ওয়ার্ডে জয়লাভ করে। সি-ভোটারের সমীক্ষা বলছে, ২০২১-এর পুরভোটে এই বরোতে ১২টি ওয়ার্ডে তৃণমূল একাই আধিপত্য বিস্তার করতে পারে, এমনটাই বলা হয়েছে।
উল্লেখ্য, সামনের রবিবারই কলকাতা পুরসভার ভোট। বিধানসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনের পর আরেক হাই ভোল্টেজ ভোট-যুদ্ধ। তার আগে কলকাতার ভোটাররা কী ভাবছেন? সেই আভাস পেতে বরো ভিত্তিক সমীক্ষা চালিয়েছে সমীক্ষক সংস্থা সি ভোটার।
২২ বছরেরও বেশি সময় ধরে জাতীয় পর্যায়ে সমীক্ষা করে আসছে C VOTER। তাদের প্রশিক্ষিত সমীক্ষকরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন। প্রত্যেকটি সমীক্ষা করা হয়, Random Probability Sample-এর ভিত্তিতে। যে পদ্ধতি, সারা বিশ্বে স্বীকৃত। ভারতের বিভিন্ন রাজ্যে, নানা বিষয়ে সমীক্ষা চালানোর অভিজ্ঞতা রয়েছে সি ভোটারের ঝুলিতে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ভোটারদের সঙ্গে কথা বলেছেন C VOTER-এর সমীক্ষকরা।৮ হাজার ৩৪১ জনের সঙ্গে কথা বলে এই সমীক্ষা করেছে তারা।CATI পদ্ধতির মাধ্যমে সমীক্ষা চালানো হয়েছে।সমীক্ষার ক্ষেত্রে মার্জিন অফ এরর প্লাস মাইনাস তিন শতাংশ থেকে প্লাস মাইনাস পাঁচ শতাংশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)