এক্সপ্লোর
ভোট শেষের আগেই জয় নিয়ে আশাবাদী তৃণমূল থেকে বাম-কংগ্রেস জোট

কলকাতা: বিধানসভা ভোট শেষ হতে এখনও দু’দফা বাকি। তবে তার অপেক্ষা না করে এখন থেকেই নিজেদের জয়ঢাক বাজাতে শুরু করে দিল সব পক্ষ। একদিকে বাম-কংগ্রেস জোট, অন্যদিকে তৃণমূল। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আত্মবিশ্বাসী, বাম-কংগ্রেস জোটই সরকার গড়তে চলেছে। পঞ্চম দফা ভোটের আগে শনিবার রাতেও সিপিএমের রাজ্য সম্পাদকের গলায় আত্মবিশ্বাসের একই সুর শোনা যায়। বামেদের জোটসঙ্গী কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরীর দাবি, তৃতীয় দফা পর্যন্ত যা ভোট হয়েছে, তাতে তাঁরাই এগিয়ে। বাম-কংগ্রেস জোটের গলায় যখন আত্মবিশ্বাসের সুর, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও সংখ্যাগরিষ্ঠতার দাবি। এখনও দু দফায় চার জেলায় ভোট বাকি। তার আগে যুযুধান দুই শিবির এই ধরণের মন্তব্য করে জল মেপে নিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো




















