Rahul Gandhi : অসুস্থ রাহুল গান্ধী !
Lok Sabha Election 2024 : আজ মধ্যপ্রদেশের সাতনা ও ঝাড়খণ্ডের রাঁচিতে বিরোধী শিবিরের মেগা শোয়ে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।
নয়াদিল্লি : তীব্র গরম। চলছে তাপপ্রবাহ। দেশের বিস্তীর্ণ অংশের কার্যত হাঁসফাঁস অবস্থা। তারই মধ্যে চলছে ভোটপর্ব। অসহ্য গারমের মধ্যেই রাজনৈতিক নেতা-নেত্রীরা প্রচার চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে এবার অসুস্থ হয়ে পড়লেন রাহুল গান্ধী। এই পরিস্থিতিতে আজ মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের সভা করবেন না তিনি। এমনই জানালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আজ মধ্যপ্রদেশের সাতনা ও ঝাড়খণ্ডের রাঁচিতে বিরোধী শিবিরের মেগা শোয়ে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।
এক্স হ্যান্ডলে জয়রাম রমেশ লেখেন, 'রাহুল গান্ধী অসুস্থ হয়ে পড়েছেন । এই মুহূর্তে তিনি দিল্লি ছাড়তে পারবেন না। সাতনার সভায় যোগদান করার পর রাঁচির সমাবেশে বক্তব্য রাখবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।'
श्री राहुल गांधी आज सतना और रांची में चुनाव प्रचार के लिए पूरी तरह से तैयार थे, जहां INDIA की रैली हो रही है। लेकिन वह अचानक बीमार हो गए हैं और फिलहाल नई दिल्ली से बाहर नहीं जा सकते हैं। कांग्रेस अध्यक्ष श्री मल्लिकार्जुन खरगे जी अवश्य सतना में जनसभा को संबोधित करने के बाद रांची…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) April 21, 2024
এদিকে মেগা শোয়ের আগে রাঁচিতে ছয়লাপ হয়ে গেছে পোস্টারে। পোস্টারে ছবি রয়েছে- সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী কল্পনা সোরেনের।
খাড়গে ছাড়াও সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব, আরজেডি প্রধান লালু প্রসাদ, কেজরিওয়ালের স্ত্রী সুনীতা ও হেমন্ত সোরনের স্ত্রী কল্পনা এদিন সভায় বক্তব্য রাখতে পারেন।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে এবার ৪০০ পারের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ। একক ভাবে BJP-কে ৩৭০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তাঁরা। কিন্তু কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর (Rahul Gandhi) দাবি, এবারের নির্বাচনে BJP ১৫০টির বেশি আসন পাবে না। বেশ কয়েক বার এমন দাবি করেছেন রাহুল। বেশ কয়েক দিন আগেও এমন দাবি করেছিলেন তিনি। (Lok Sabha Elections 2024)
আরও পড়ুন ; ৪০০ পার তো অনেক দূরের কথা...BJP কত আসন পাবে, ভবিষ্যদ্বাণী করলেন রাহুল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।