এক্সপ্লোর
কেন্দ্রে ক্ষমতায় এলে অরুণাচল, উত্তরপূর্বের অন্য রাজ্যগুলির বিশেষ ক্যাটাগরির মর্যাদা ফেরাবে কংগ্রেস, রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হতে দেবে না, বললেন রাহুল

ইটানগর: ভোটে জিতে কেন্দ্রে ক্ষমতায় এলে অরুণাচল প্রদেশ ও উত্তরপূর্বের অন্য রাজ্যগুলিকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা ফিরিয়ে দেবে কংগ্রেস। অরুণাচলের রাজধানীতে নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি রাহুল গাঁধীর। যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামো, দুর্গমতার মতো ‘অভিনব সমস্যা, অসুবিধা’র জন্য দেশের কয়েকটি রাজ্যের বিশেষ তকমা, মর্যাদার প্রয়োজন আছে বলে অভিমত জানিয়েছেন কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় থাকাকালে অরুণাচল ও উত্তরপূর্বের অন্য রাজ্যগুলির বিশেষ মর্যাদা পেত। রাহুল বলেন, কংগ্রেসের হৃদয়ে বিশেষ স্থান আছে অরুণাচলের। আমরা এই রাজ্যের মানুষের সঙ্গে দিল কা রিস্তা (হৃদয়ের সম্পর্ক)চাই। পাশাপাশি কংগ্রেস রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হতে দেবে না বলেও জানিয়ে রাহুল বলেন, এটি উত্তরপূর্বের মানুষের স্বার্থের পরিপন্থী। আমরা উত্তরপূর্বের জনগণের ওপর দমনপীড়ন হতে দেব না। কংগ্রেস কখনও অরুণাচল, উত্তরপূর্বের অন্য রাজ্যগুলির ভাষা, সংস্কৃতি, রীতিনীতি, ঐতিহ্যকে আক্রমণ করবে না বলেও ঘোষণা করেন রাহুল। ৬০ সদস্যের অরুণাচল প্রদেশ বিধানসভা ও রাজ্যের ২টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















