![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CV Ananda Bose: শ্লীলতাহানির অভিযোগে CC ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা রাজভবনের, কিন্তু..
Governor Molestation Case: শ্লীলতাহানির অভিযোগে এবার সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা রাজভবনের, কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায় বা তাঁর পুলিশ এই ফুটেজ পাবে না..
![CV Ananda Bose: শ্লীলতাহানির অভিযোগে CC ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা রাজভবনের, কিন্তু.. CV Ananda Bose Molestation Case Raj Bhaban tweeted they will public CCTV footage of Molestation allegation against Governor excluding Mamata Banerjee and Bengal police Bangla News CV Ananda Bose: শ্লীলতাহানির অভিযোগে CC ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা রাজভবনের, কিন্তু..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/08/961f32b341783a801ef12f4fc181dcb71715177606114484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha ELection 2024) মাঝেই বিস্ফোরক অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। এবার শ্লীলতাহানির অভিযোগে (CV Ananda Bose Molestation Case) এবার সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা রাজভবনের (Raj Bhaban)।
ট্যুইট পোস্ট করে রাজভবনের তরফে জানানো হয়েছে, 'যে দিন ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেই দিনের ছবি জনসমক্ষে আনা হবে। মেল করলে প্রথম ১০০ জন দেখতে পারবেন সিসি ক্যামেরার ফুটেজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায় বা তাঁর পুলিশ এই ফুটেজ পাবে না। কারণ পুলিশ বেআইনি ও অসাংবিধানিক তদন্ত করছে।'
— Raj Bhavan Kolkata (@BengalGovernor) May 8, 2024
সিভি আনন্দ বোস বলেছেন, 'আমার কাছে একটা তথ্য আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। আরও অশুভ চক্রান্ত রাজভবনে করা হয়েছে। আমরা জানি এসব করানোর জন্য কাদের বেছে নেওয়া হয়েছে, তাই সাবধানে থাকতে হবে। আমি রাজনৈতিক দলগুলিকে বলেছি, আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে।' বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ বলেন, 'পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে। আর বাইরের কারও টেনশন নেই। সবাই জানে ভিতরে কী আছে। এটাই শেষ অস্ত্র। তৃণমূলের কথায় কথায় মহিলা, মহিলা, মহিলা বলে। মহিলাদের ব্যবহার করে ওরা। এখানেও দেখা গেল একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে।'
প্রসঙ্গত, রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে CCTV ফুটেজ চেয়ে পাঠিয়েছিল কলকাতা পুলিশ। অনুসন্ধানের জন্য রাজভবনে কর্মরত ৩ জনকে হেয়ার স্ট্রিট থানায় আসতে বলা হলেও কেউই আসেননি। তবে, রাজভবনে কর্মরত কলকাতা পুলিশের একজন কর্মী হেয়ার স্ট্রিট থানায় যান। পুলিশ সূত্রে খবর, যে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল, তার উত্তরও রাজভবনের তরফে দেওয়া হয়নি। এদিকে, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে চড়ছে রাজনীতির পারদ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)