Panchayat Election: হামলায় চিরকালের মতো দৃষ্টি হারিয়েও আশাবাদী, 'শান্তিতে ভোট হোক', আবেদন বিজেপি কর্মীর
ফেটে গিয়েছে অপটিক্যাল গ্লোব, ডান চোখে আর দেখতে পারবেন না, জানিয়েছেন রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির চিকিৎসকরা
পটাশপুর: এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা দিলেন পটাশপুরের বিজেপি কর্মী। চোখের বদলা চোখ নয়, গ্রেফতার হোক দুষকৃতীরা। ভোট হোক শান্তিতে, আবেদন পটাশপুরের আক্রান্ত বিজেপি কর্মীর। রবিবার পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি কর্মী অলক ভুঁঁইয়া। রড নিয়ে তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বিজেপি কর্মী। ফেটে গিয়েছে অপটিক্যাল গ্লোব, ডান চোখে আর দেখতে পারবেন না, জানিয়েছেন রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির চিকিৎসকরা।
কোথাও বিজেপি প্রার্থীদের ওপর হামলা। কোথাও সিপিএম প্রার্থীদের বাড়িতে বোমাবাজি। কোথাও আবার আক্রান্ত ISF প্রার্থী। পঞ্চায়েত ভোটের আগে, বেলাগাম সন্ত্রাস। সবকটা ঘটনাতেই অভিযোগ তৃণমূলের দিকে। যদিও নিজেদের ওপর থেকে দায় ঝেড়ে ফেলেছে শাসকদল।
গ্রাম বাংলার ভোটের আগে বঙ্গে অবিরাম সন্ত্রাস! দিকে দিকে আক্রান্ত বিরোধী প্রার্থী ও বিরোধী দলের নেতা-কর্মীরা। কার্যত সবকটা ঘটনাতেই কাঠগড়ায় শাসকদল!পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থী কাকলি পাত্র এবং তাঁর স্বামী ও ছেলেকে বাঁশ দিয়ে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দাঁতনের জেনকাপুরে পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের ঘটনাতেও অভিযুক্ত শাসকদল! প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই মেলেনি। পুকুর থেকে তুলে ফের মারা হয় বলে অভিযোগ। শেষমেষ, প্রাণভয়ে দৌড়ে পালিয়ে জঙ্গলে লুকিয়ে পড়েন বিজেপি প্রার্থী।
চন্দ্রকোণায় বিজেপি প্রার্থীকে মিথ্য়ে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। অন্য়দিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পতাকা লাগানোর সময়, বিজেপি কর্মীদের ওপর হামলার অভিয়োগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। উত্তর ২৪ পরগনার গোপালনগরে বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাঁচাতে গেলে, তাঁর মাকেও মারধর করা হয় বলে দাবি।
শুধু বিজেপি নয়, আক্রান্ত বাম প্রার্থী ও কর্মীরাও। পূর্ব বর্ধমানের জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৪১ নম্বর বুথের সিপিএমের প্রার্থী হয়েছেন সুশান্ত মণ্ডল। তাঁর স্ত্রী দেবিকা দেবনাথ লড়ছেন ১৩৯ নম্বর বুথে। তাঁদের বাড়িতেও বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে!দম্পতির অভিযোগ, শনিবার গভীর রাত তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়।
কালনায় দেওয়াল লিখন চলাকালীন, সিপিএমের প্রার্থী ও কর্মীদের ওপর প্রায় জনা চল্লিশেক তৃণমূল কর্মী হামলা চালায় বলে অভিযোগ। লাঠি, রড দিয়ে চলে বেধড়ক মারধর। এই ঘটনায় ই-মেল করে রাজ্য়পাল ও রাজ্য় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বামেরা। পশ্চিম মদিনীপুরের ডেবরায়, সিপিএম প্রার্থীর হয়ে প্রচার সেরে ফেরার পথে, আক্রান্ত হন সিপিএম কর্মী রবীন্দ্র শূর। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়
আবার আইএসএফ প্রার্থীর বাড়ির সামনে বোমা রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কাঠগড়ায় তৃণমূল এরইমধ্য়ে, হাওড়ার ডোমজুড়ে তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখন থেকে...টাঙানো ফ্লেক্সে কে বা কারা ..কালো কালি দিয়ে লিখে দিয়েছে চোর!
কে কোথায় আক্রান্ত, একনজরে
- পটাশপুর: বিজেপি প্রার্থীর চোখে আঘাত
- ডেবরা: সিপিএম প্রার্থীকে মার
- গোপালনগর: বিজেপি কর্মীকে মার
- দেগঙ্গা: আইএসএফ প্রার্থীর বাড়িতে বোমা
- দাঁতন: বিজেপি প্রার্থীকে বাঁশপেটা
- দাঁতন: জঙ্গলে লুকিয়ে বিজেপি প্রার্থী!
- চন্দ্রকোণা: বিজেপি প্রার্থীকে ফাঁসানোর অভিযোগ
- জামালপুর: সিপিএম প্রার্থীর বাড়িতে বোমাবাজি
- কালনা: সিপিএম প্রার্থী ও কর্মীদের ওপর হামলা
- ডোমজুড়: তৃণমূলের দেওয়াল লিখনে 'চোর'