(Source: Poll of Polls)
Election 2024:সবুজ হোক বা গেরুয়া, জনসংযোগে চায়ের আড্ডায় ভরসা সব তরফের! বাদ নন অরূপ চক্রবর্তীও
Bankura TMC Candidate: চা ছাড়া বাঙালির আড্ডা? অনেকের কাছে, সে যেন নিমের পাচন! বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীও তাই প্রচারে 'চায়ে পে চর্চা' নিয়ে ছুৎমার্গ রাখলেন না।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: চা ছাড়া বাঙালির আড্ডা? অনেকের কাছে, সে যেন নিমের পাচন! বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীও (TMC Candidate Of Bankura Arup Chakraborty) তাই প্রচারে 'চায়ে পে চর্চা' (Chai Pe Charcha) নিয়ে ছুৎমার্গ রাখলেন না। হলই বা বিজেপির ঘোষিত কর্মসূচি, তাতে কী? জনসংযোগের জন্য একটু চা না হলে চলে? অতএব দলীয় কর্মী-সমর্থক থেকে এলাকার মানুষ, সকলের সঙ্গে সপ্তাহের শুরুতেই চায়ের আড্ডায় (Election 2024 Campaign) মাততে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। স্থান? বাঁকুড়ার গোবিন্দনগর এলাকা।
চা-অস্ত্র...
চায়ের কাপে তুফান তোলা বাঙালি যে রাজনীতি আলোচনার জন্য এই উষ্ণ পানীয়ের উপর ভরসা করবেন তাতে নতুন কিছু নেই। কিন্তু তৃণমূল প্রার্থী যে ভাবে ভোটপ্রচারে বিজেপির 'চায়ে পে চর্চা' কর্মসূচিকে একরকম 'আপন' করে নিলেন, তাতে কিছুটা অবাক স্থানীয়রাও। জনসংযোগের জন্য প্রধানমন্ত্রী থেকে বিজেপির ছোট-মেজ-বড় নেতারা মাঝেমধ্যেই এই কর্মসূচি পালন করেন। সেই কর্মসূচিই এবার নিতে দেখা গেল অরূপকে। সোমবার সাত সকালে বাঁকুড়ার গোবিন্দনগর এলাকায় সম্মিলনী মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় প্রচারে এসেছিলেন তিনি। সেখানে একটি জলসত্রে হাজির হয়ে পথ চলতি মানুষের হাতে ছোলা, গুড়, শরবত তুলে দেন। এরপরই স্থানীয় একটি চায়ের দোকানে বসে গরম চায়ের ভাঁড়ে চুমুক দিতে দেখা যায় তাঁকে। তবে প্রচারের ফাঁকে একা জিরোননি। বরং দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে রীতিমতো আড্ডা দেন। চলে জনসংযোগও।
পরে বলেন, 'এতে দোষের কী আছে? চা তো সকলে খায়। বিজেপি, সিপিএম ও কংগ্রেস যেমন চা খায়, তৃণমূলও খায়। আর সাত সকালে সকলে চা খেতে ভালোবাসেন।' আরও জানালেন কর্মীদের অনুরোধেই সকাল সকাল চা খেয়ে আড্ডা দিয়েছেন। তবে বিষয়টি যে নিছক চা-প্রীতি নয়, সে কথা অবশ্য দিনের আলোর মতো স্পষ্ট। নির্বাচনী প্রচার ও জনসংযোগে এই আড্ডার রীতি কতটা কার্যকরী হবে, সেটা অবশ্য় ৪ জুন বলবে।
রচনার চা-প্রীতি...
গত কাল আরও এক তৃণমূল প্রার্থীর মুখে একই রকম প্রশংসা শোনা গিয়েছিল চা নিয়ে। রবিবার, ছুটির দিনে, প্রচার সারতে গিয়ে ধনিয়াখালির কানা নদী এলাকার চা-চক্রে যোগ দিয়েছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে দোকান থেকে শুধু নিজে চা নিয়ে চুমুক দেননি, সকলের হাতে গরম গরম চা তুলেও দিতে দেখা যায় তাঁকে। একদম খোলা পরিবেশে চায়ের দোকানের বেঞ্চে বসে গ্ৰামের মানুষের সঙ্গে আড্ডাও দেন রচনা। সব মিলিয়ে বঙ্গের ভোট রঙ্গে বেশ গাঢ় হচ্ছে চায়ের রং।
আরও পড়ুন:ঝড়ে ঘর হারিয়ে শৌচাগারে বাস ! পুরুলিয়ার মিথিলার সঙ্গে দেখা করে কী আশ্বাস বিজেপি প্রার্থীর?