Lok Sabha Polls 2024:'জনসংযোগ নেই দেবশ্রীর', নিশানা মালার, পাল্টা 'কাজের হিসেব' দেখানোর হুঁশিয়ারি BJP প্রার্থীর
Mala Roy Attacks Debashree: রঙের উৎসবে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে জোর আক্রমণ, কী বললেন তৃণমূল প্রার্থী মালা রায় ?
কলকাতা: দোলের দিনও সরগরম বঙ্গ রাজনীতি। 'রায়গঞ্জের মানুষের সঙ্গে কোনও জনসংযোগ ছিল না বলে, বিদ্রোহের আশঙ্কায় দেবশ্রী চৌধুরীকে (Debashree Chowdhury) সেখান থেকে কলকাতা দক্ষিণে নিয়ে এসেছে বিজেপি।' কটাক্ষ মালা রায়ের (Mala Roy)। 'উনি ওয়ার্ডের বাইরে কী কাজ করেছেন, চাইলে তার হিসেবও দিয়ে দেব', পাল্টা কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।
'রায়গঞ্জের সাংসদের কোনও জনসংযোগ ছিল না দেবশ্রী চৌধুরীর। মানুষ বিদ্রোহ করছিল বলে আতঙ্কে দেবশ্রী চৌধুরীকে কলকাতা দক্ষিণে নিয়ে এসেছে বিজেপি', কটাক্ষ কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের। এদিকে এদিন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থীকে তোপ দাগলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তিনি বলেন, 'নিজের ওয়ার্ডের বাইরে গিয়ে কী কাজ করেছেন মালা রায়, চাইলে তার হিসেব দিয়ে দেব। রায়গঞ্জের মানুষের জন্য কী করেছি, প্রয়োজনে মালা রায়কে ইমেল করে পাঠিয়ে দেব।'
লোকসভা ভোটে নিজেদের চেনা কেন্দ্রের বদলে এবার নতুন জমিতে লড়াই করবেন দিলীপ ঘোষ ও দেবশ্রী চৌধুরী। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে লোকসভার টিকিট পেলেন মেদিনীপুরের বর্তমান বিজেপি সাংসদ। দিলীপের বদলে জুনের বিরুদ্ধে গেরুয়া শিবিরের বাজি অগ্নিমিত্রা। রায়গঞ্জের বদলে এবার কলকাতা দক্ষিণ থেকে লড়বেন দেবশ্রী চৌধুরী। পাল্টে গেল দিলীপ ঘোষের আসন। প্রাক্তন রাজ্য সভাপতিকে গতবারের জেতা মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করল বিজেপি।
তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের বিরুদ্ধে তাঁকে ময়দান নামাল গেরুয়া শিবির। বিজেপির প্রথম তালিকায় দিলীপ ঘোষের নাম না থাকায় জল্পনা শুরু হয়েছিল, তাঁকে তাঁর পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকেই প্রার্থী করা হবে তো। প্রথম তালিকায় নাম না থাকলেও নিজের কেন্দ্রেই পড়ে ছিলেন দিলীপ ঘোষ। গতমাসে দিলীপ ঘোষ বলেছিলেন, আমি তো দেড় বছর এলাকায় কাজ করেছি। নাম ঘোষণা সময়ের অপেক্ষা। দ্বিতীয় তালিকা বেরোতেই দেখা গেল মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে।
এদিন প্রার্থী ঘোষণার আগেই দিলীপ ঘোষের বাড়িতে যান অগ্নিমিত্রা। মেদিনীপুরে দিলীপের পরিবর্তে অগ্নিমিত্রা। এদিকে, দেবশ্রী চৌধুরীকে দক্ষিণ কলকাতায় প্রার্থী করে নিয়ে এল বিজেপি। উনিশের লোকসভা ভোটে বড়সড় চমক দিয়ে রায়গঞ্জ থেকে জেতার পর দেবশ্রী চৌধুরীকে মোদি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী করা হয়েছিল। কিন্তু পরে তাঁর মন্ত্রিপদ যায়। এবার বিজেপির উত্তরবঙ্গের শক্তঘাঁটি রায়গঞ্জ থেকে সরিয়ে তৃণমূলের শক্তগড় কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করল দল।
আরও পড়ুন, বসন্ত উৎসবে নৃত্য পরিবেশন TMC প্রার্থী সুজাতার, রঙে মাতলেন সৌমিত্র
দেবশ্রী চৌধুরীর জায়গায় এবার কার্তিক পালকে রায়গঞ্জে দাঁড় করিয়েছে বিজেপি। কলকাতা দক্ষিণে তৃণমূল প্রার্থী মালা রায়ের সঙ্গে লড়াই হবে দেবশ্রী চৌধুরীর। দিলীপের 'আশাভঙ্গ', মেদিনীপুরে অগ্নিমিত্রা। রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে দেবশ্রী। এদিকে, তমলুক আসনে প্রত্যাশিতভাবেই অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করল বিজেপি।