Loksabha Election 2024: 'আমার রাস্তায় সায়নী ঘোষের বাড়ি পড়লেও যাব', সৃজনের মন্তব্যে কী প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থীর ?
South 24 Paragana: প্রচারের ফাঁকে তৃণমূল পরিচালিত রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাসের সঙ্গে সৌজন্য-সাক্ষাৎ সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী।
রঞ্জিত হালদার, রাজপুর-সোনারপুর : দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেয় গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে প্রচার শুরু করলেন সৃজন ভট্টাচার্য। প্রচারের ফাঁকে তৃণমূল পরিচালিত রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাসের সঙ্গে সৌজন্য-সাক্ষাৎ সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী। তৃণমূল নেতার সঙ্গে হাত মেলালেন, কথা বললেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের বাড়ি রাস্তায় পড়লে, সৌজন্যের খাতিরে সেখানেও যেতাম বলে মন্তব্য করেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এটা রাজনৈতিক সৌজন্য, যে যার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বলে প্রতিক্রিয়া দেন তৃণমূলী পুরপ্রধান। অন্যদিকে সৃজনের জন্য আমার বাড়ির দরজা খোলা রয়েছে, তা বলে ভোট-বাক্সের দরজা খোলা থাকবে না বলে মন্তব্য করেন সায়নী। এদিন বারুইপুরের মল্লিকপুরে প্রচার করেন যাদবপুরের তৃণমূল প্রার্থী।
সৃজন বলেন, "আমার রাস্তায় সায়নী ঘোষের বাড়ি পড়লে আমি তাঁর বাড়িতেও যাব। যাঁরা যাদবপুরের ভোটার, আমি তাঁদের কাছে সিপিএম প্রার্থী। আমি সবার কাছে যাওয়ার চেষ্টা করছি। মানুষের কাছে পৌঁছনো। ফলে, ওঁর (রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস) কাছে আমি আশীর্বাদ চেয়ে এলাম। ভোট চেয়ে এলাম। বাকিটা, উনি ওঁর রাজনীতি করেন। আমি আমার রাজনীতি করি। সকলে সৌজন্যের পরিবেশ বজায় রেখে মানুষ মানুষের মতদান করতে পারবেন, এটা আশা করব।"
সৌজন্য়ের কথা বললেন রাজপুর-সোনারপুর পুরসভার পৌর প্রধান পল্লব দাসও । তিনি বলেন, "রাজনীতিতে এই ধরনের সৌজন্য থাকে। আমরা প্রত্যেকেই সেই সৌজন্য দেখাই। আমি আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। উনি ওঁর রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। কিন্তু, ব্যক্তিগতভাবে তিনি যখন আমার সঙ্গে এসে পরিচয় করেছেন, তখন আমিও তাঁর সঙ্গে পরিচয় করলাম। এই পর্যন্ত। এটা শুধুমাত্র রাজনৈতিক সৌজন্য। এর বাইরে কিছু নয়। "
সৃজনের মন্তব্য নিয়ে সায়নীর বক্তব্য, "আসুক না। কোনও অসুবিধা নেই। হি ইজ মোর দ্যান ওয়েলকাম। ওঁর যাঁর বাড়ি ইচ্ছে আসতে পারে। আমার বাড়ি আসতে চাইলেও আমার বাড়ির দরজা সবসময় খোলা আছে। কিন্তু, ভোট বাক্সের দরজা বন্ধ।"
মল্লিকপুরে প্রচারে বেরিয়ে সায়নী বলেন, "সন্দেশখালির ভিডিও প্রকাশ্যে আসায় বিজেপির রূপ পরিষ্কার হচ্ছে।" সন্দেশখালিতে যা হয়েছে তার থেকে অনেক বেশি করে দেখানো হচ্ছে বলে তাঁর অভিযোগ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এইকাণ্ডে ফান্ডিং এবং প্ল্যানিং করেছেন বলে সরাসরি অভিযোগ সায়নীর। তাঁর বক্তব্য, "রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই করা উচিত। বিজেপি বাংলাকে কলুষিত করছে।" সায়নী বলেন, "ডায়মন্ড হারবারের মতো যাদবপুরও মডেল হবে। ভাঙড় বিধানসভা কেন্দ্রে এবারও অনেক বেশি লিড পাব।"