(Source: ECI/ABP News/ABP Majha)
Kunal Ghosh: 'পার্থ টাকা তুলছেন দল আগে থেকেই জানত', বিস্ফোরক কুণাল
Job Scam: কুণাল ঘোষের দাবি, পার্থ চট্টোপাধ্যায় যে এই গন্ডগোলটায় যুক্ত ছিল সেটা অনেক আগে থেকে দলের কাছে খবর ছিল।
কলকাতা: ঘণ্টাখানেক সঙ্গে সুমন- অনুষ্ঠানে বিস্ফোরক কুণাল ঘোষ (Kunal Ghosh)। যে শিক্ষা দুর্নীতি নিয়ে গোটা রাজ্য়-রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল নগদ ও সোনা। শিক্ষা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। এই ঘটনায় প্রথম থেকেই পার্থর সঙ্গে দূরত্ব তৈরি করেছিল দল। কিন্তু কুণাল ঘোষ সেই ঘটনায় কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন ঘণ্টাখানেক সঙ্গে সুমন- অনুষ্ঠানে। কুণাল ঘোষের দাবি, পার্থ চট্টোপাধ্যায় যে এই গন্ডগোলটায় যুক্ত ছিল সেটা অনেক আগে থেকে দলের কাছে খবর ছিল। তিনি বলেন, 'পার্থ চট্টোপাধ্যায় বা তাঁর নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল।' এমনকি এই ঘটনা ২০২১ সালের ভোটের আগে থেকেই দল জানত বলে জানিয়েছেন তিনি। আর সেই কারণেই পরে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দফতরের মন্ত্রিত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। কুণাল ঘোষ বলেন, 'সেই কারণেই প্রবলভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। ক্ষিপ্ত হয়ে কী কী বলেছিলেন, সেটা আমার কানে বাজে। দলের অভ্যন্তরীণ বিষয় সেটা আমি আর বলতে চাই না।'
ওই অনুষ্ঠানেই তাঁর প্রশ্ন, 'এই ঘটনাগুলি দল বাড়তে দিল কেন। বেশি বলতে যাই তাহলে শৃঙ্খলা ভাঙছি।' যেদিন একথা তিনি বলছেন সেদিনই তাঁকে দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল। ডেরেক ও ব্রায়েনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই মর্মে নির্দেশও ছিল। কিন্তু কেন তৃণমূলের এই পদক্ষেপ? তার আগে বারবার দলের বিভিন্ন নেতার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়েছেন তিনি। সম্প্রতি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। সেখানে তাপস সম্পর্কে ভাল কথা বলেন। যদিও তিনি বলেছিলেন যে তাঁর প্রার্থী সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ই। এই ঘটনার আগে দেবের মিঠুন-সম্পর্কে বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করেছিলেন কুণাল ঘোষ। এই আবহেই তাঁকে সরিয়ে দেওয়া হয় দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে। তারপর বুধবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে বিস্ফোরক বক্তব্য রাখেন কুণাল। তিনি বলেন, 'বিপুল টাকা তোলা হচ্ছিল। খবর ছিল। কোন কোন লোককে দিয়ে টাকা তোলা হচ্ছিল। কোন জেলায় এমন হচ্ছিল সেই খবরও ছিল। প্রশাসনিক বা অন্য কোনও ব্যবস্থা হয়নি।' যদিও তাঁর সংযোজন, 'সদিচ্ছা দেখিয়েছে ওঁকে সেই দফতরটায় ফিরিয়ে দেওয়া হয়নি।'
আরও পড়ুন, আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে