Kolkata Brigade Rally: কাজ চাই, শূন্যপদ পূরণ চাই, ব্রিগেড থেকে আওয়াজ তুললেন সূর্যকান্ত
বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশ থেকে চাকরির জন্য আওয়াজ তুললেন সূর্যকান্ত মিশ্র।
কলকাতা: রবিবার বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশ থেকে চাকরির জন্য আওয়াজ তুললেন সূর্যকান্ত মিশ্র। তিনি বললেন, ‘আমাদের বিকল্প নিয়ে মানুষের কাছে যেতে হবে। শ্রমিক, কৃষক, ছাত্র-যুবরা আক্রান্ত হচ্ছেন। মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। আমাদের লড়াই খেটে খাওয়া মানুষের লড়াই। আমরা কাজ চাই, বিকল্প চাই। রাজ্যে সব শূন্য পদ পূরণ করতে হবে। কৃষিতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হবে।’
তিনি যোগ করেন, ‘রাজ্যে মানুষের সহমতের ভিত্তিতে শিল্প আনতে হবে। মানুষের কাছে আমাদের যেতে হবে, তাঁদের কথা শুনতে হবে। সমালোচনা করলে মাথা পেতে নিতে হবে। লড়াই শুধু ব্রিগেডের নয়, এ লড়াই প্রত্যেক ঘরের। মুখ্যমন্ত্রী দিদিকে বলো শুরু করেছিলেন। এমন বলেছেন গোটা দলটাই বিজেপি হয়ে গেছে। আসন ভাগাভাগি শেষ কথা নয়। মানুষের কাছে গিয়ে মানুষের জন্য।'
রাজ্য–রাজনীতির অলিন্দে ধরেই নেওয়া হয়েছিল এবারের বিধানসভা নির্বাচনে লড়াই হবে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির। কিন্তু ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে রবিবার সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র মানুষের কাছে তুলে ধরতে চাইলেন, বামপন্থীরাই বিকল্প। তিনি এদিন বলেন, ‘তৃণমূল কংগ্রেস–বিজেপি নিজেদের মধ্যে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ করছে। আমাদের এসবের মধ্যে যাওয়ার দরকার নেই। আমাদের বিকল্প নিয়ে মানুষের কাছে যেতে হবে।’
কাদের কাছে এই বিকল্প বার্তা নিয়ে যেতে হবে? সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘জাতপাত, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ নিপীড়িত হচ্ছেন। তাঁদের কাছেই আমাদের পৌঁছে যেতে হবে। রাজনীতিতে এখন তরজা গান চলছে। একজনই একবার এ পক্ষের হয়ে গাইছে, আবার ও পক্ষের হয়েও গাইছে। এই তরজার গান লেখা হচ্ছে যাতে মোরগ–মোরগ লড়াই হয়, আর তারা হাড়গোড় চিবিয়ে খেতে পারে। প্রকৃত শোষণ–বঞ্চনাকে চাপা দেওয়ার জন্যই তাদের এই কৌশল। আমাদের লড়াই তাদের বিরুদ্ধেই।’