এক্সপ্লোর
রিওতে ইতিহাস: অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে সোনা জিতে হ্যাট্রিক বোল্ট-এর

রিও দি জেনেইরো: অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে ফের সোনা উসেইন বোল্টের৷ ২০০৮ ও ২০১০ সালের পর এদিন ১০০ মিটার দৌড়ে সোনা জেতেন বোল্ট৷ মাত্র ৯ দশমিক আট এক সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জয় সুপারস্টার স্প্রিন্টারের৷ চোট থেকে ফিরে অলিম্পিকের প্রথম ইভেন্টেই মরসুমের সেরা পারফরম্যান্স করলেন জামাইকান অ্যাথলিট৷ রুপো পেয়েছেন জাস্টিন গ্যাটলিন৷ এদিন সেমিফাইনালে বোল্ট দৌড় শেষ করেছিলেন ৯ দশমিক আট ছয় সেকেন্ডে৷ It's gold for @usainbolt 9.81, silver for Gatlin 9.89, bronze for @andre @De6rasse 9.91PB#Athletics #Rio2016 pic.twitter.com/K6S05QJ1MF
— IAAF (@iaaforg) August 15, 2016
Usain Bolt wins third consecutive 100m Olympic gold medal#Legend#Athletics#Rio2016#Olympicspic.twitter.com/8CuCf9MIBC — IAAF (@iaaforg) August 15, 2016অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার অ্যান্ড্রে দি গ্রাসে। মার্কিন অ্যাথলিট গ্যাটলিন তাঁর দৌড় শেষ করেছেন ৯ দশমিক ৮৯ সেকেন্ডে এবং দি গ্রাসে ৯ দশমিক ৯১ সেকেন্ডে। ১০০ মিটার দৌড়ে সোনা জিতে ইতিহাস সৃষ্টির পর উচ্ছ্বসিত জ্যামাইকান অ্যাথলিট ভক্তদের সঙ্গে স্টেডিয়ামের মধ্যেই সেলফি তুলতে মগ্ন হয়ে পড়েন।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















