live - ভারতীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কমিশনের
বুথের মধ্যে মোবাইলে ভিডিওগ্রাফি তোলার অভিযোগ ভারতী ঘোষের বিরুদ্ধে। জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। এই ঘটনার জেরে সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে।
# ঘাটালে উত্তেজনা। পিংলায় প্রহৃত কংগ্রেস প্রার্থী। সেনার সামনে ধাক্কা ভারতীকে। বুথে ভিডিওগ্রাফির অভিযোগ। বাজেয়াপ্ত গাড়িও। কমিশনে যাব, অভিযোগ ফিরহাদের। # ফের উত্তপ্ত কেশপুর, চলল গুলি, ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের # ভারতী ঘোষকে থানায় নিয়ে গেল পুলিশ # কাঁথিতে তৃণমুল কর্মীর রহস্যমৃত্যু: 'অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে', বললেন শুভেন্দু অধিকারী # বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাত্রসায়রের সোনামুখী অঞ্চলের একটি বুথে বসানো হল সিপিএমের নকল পোলিং এজেন্ট। সিপিএমের পোলিং এজেন্টের দাবি, সকালে ওই বুথে গিয়ে তিনি দেখতে পান, তার পরিবর্তে আরেক জন বুথে বসে রয়েছেন। সিপিএমের পোলিং এজেন্ট তাঁকে চ্যালেঞ্জ করায়, ওই ব্যক্তি চম্পট দেন। এরপর বৈধ নথি দেখিয়ে বুথে বসেন সিপিএমের বিষয়টি স্বীকার করেছেন ওই বুথের প্রিসাইডিং অফিসার। # কেশপুরের গোটগেড়িয়া গ্রামে বিজেপি সমর্থক ভোটারদের গ্রামে আটকে রাখার অভিযোগ, বিজেপির অভিযোগের তির তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে # লাঠি-বাঁশ, ধারাল অস্ত্র নিয়ে গ্রাম পাহারা দেওয়ার অভিযোগ, গ্রামে আটকে পড়েন শ তিনেক ভোটার # পুলিশ কর্মীরা এলেও তাঁরা সহযোগিতা করেননি বলে অভিযোগ # এরপর পুলিশের গাড়ি আটকে চড়াও হন গ্রামবাসীরা #মেদিনীপুরের রামপুরায় দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ #দিলীপ ঘোষের গাড়িতে 'হামলার চেষ্টা' #দিলীপকে নিয়ে এলাকা ছাড়েন নিরাপত্তারক্ষীরা #তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের # ভোট দিলেন সুষমা স্বরাজ'ভারতীর সঙ্গে যা হয়েছে তা অনুচিত, কিন্তু উনি গত ৪০-৫০ দিন ধরে সন্ত্রাস তৈরী করার চেষ্টা করছেন', বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেবhttps://t.co/hYrbMApsYM
— ABP Ananda (@abpanandatv) May 12, 2019
#ভোট দিলেন অরবিন্দ কেজরিবালDelhi: External Affairs Minister Sushma Swaraj after casting her vote at a polling booth in NP Senior Secondary School in Aurangzeb Lane. #LokSabhaElections2019 #Phase6 pic.twitter.com/OwqUzkY7Lt
— ANI (@ANI) May 12, 2019
# দেখুন ভোট দিলেন উত্তর-পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী শীলা দীক্ষিতDelhi Chief Minister Arvind Kejriwal casts his vote at a polling booth in Civil Lines. #LokSabhaElections2019 #Phase6 pic.twitter.com/AtVTdUMItm
— ANI (@ANI) May 12, 2019
# দেখুন ভোট দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দDelhi: Former Delhi CM and Congress's candidate from North-East Delhi, Sheila Dikshit after casting her vote at a polling booth in Nizamuddin (East). #Phase6 #LokSabhaElections2019 pic.twitter.com/Gog0f9uHB6
— ANI (@ANI) May 12, 2019
#ভারতী ঘোষের গাড়ি আটকালো পুলিশ #ভারতীকে গো ব্যাক স্লোগান তৃণমূলের #কেশপুরে পুলিশের লাঠিচার্জ #গুলিবিদ্ধ তৃণমূল কর্মী বখতিয়ার খান #শূন্যে ৫ রাউন্ড গুলি চালানো হয়: সিআইএসএফ #বিক্ষোভকারীদের হঠাতেই শূন্যে গুলি: সিআইএসএফ #ভারতীর নির্দেশেই গুলি চালায় দেহরক্ষী: তৃণমূলDelhi: President Ramnath Kovind casts his vote at a polling booth in Rashtrapati Bhawan #LokSabhaElections2019 pic.twitter.com/O14Q2yZQzt
— ANI (@ANI) May 12, 2019
#দোগাছিয়ায় ভাঙচুর সিআইএসএফ, পুলিশ ও সংবাদমাধ্যমের গাড়িতেও #এক মহিলা ভোট লুঠ করছেন: ভারতী #ভোটে উত্তপ্ত কেশপুর, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী #ভোট দিলেন বিরাট কোহলিকেশপুরের দোগাছিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক, ভারতী ঘোষের নির্দেশে তাঁর দেহরক্ষীরা গুলি চালিয়েছে, অভিযোগ আহতের পরিবারেরhttps://t.co/RDitmkIEYy
— ABP Ananda (@abpanandatv) May 12, 2019
# কেশপুরের দোগাছিয়ায় ভারতীর গাড়ি ভাঙচুর, ইটের ঘায়ে জখম ভারতীর নিরাপত্তারক্ষী # ভোট দিলেন গৌতম গম্ভীর ও তাঁর স্ত্রী। গৌতম দিল্লি পূর্বের বিজেপি প্রার্থী।Haryana: Team India Captain Virat Kohli after casting his vote at a polling booth in Pinecrest School in Gurugram pic.twitter.com/z3vzJvxWSp
— ANI (@ANI) May 12, 2019
# কেশপুরে পিকুরদায় বুথে ভারতীর ভিডিওগ্রাফি, ভারতীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন # কেশপুরের দোগাছিয়ায় ভারতীর গাড়ি ভাঙচুর, ইটের ঘায়ে জখম ভারতীর নিরাপত্তারক্ষী # বলরামপুরে বিজেপির ক্যাম্প অফিস থেকে মুড়ি ঘুগনি বিলি, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, 'চাঁদা তুলে এই ব্যবস্থা করেছে স্থানীয়রা', সাফাই স্থানীয় বিজেপি কর্মীর # পাঁশকুড়ার মাইসোরায় বিজেপি এজেন্টকে 'বাধা', বিজেপি সমর্থকদের ভোটদানে 'বাধা', বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বুথের কাছে বাঁশ লাঠি নিয়ে জমায়েত, প্রতিবাদে পথ অবরোধ বিজেপির # বলরামপুরের ২০৪ নং বুথে দু বার ভোট যুবকের # কাঁথির সিপিএম প্রার্থীর বাড়িতে ভাঙচুর, তাঁর অভিযোগ তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার # ৪ তৃণমূল কর্মীকে মারধর, তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে # বেলদায় তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর #কাঁথির অযোধ্যাপুরে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ ছেলের #'সিপিএম ছেড়ে তৃণমূল যোগ দেন মৃত সুধাকর ' #ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ডুমুরগেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে অশান্তি। বিজেপির অভিযোগ, বুথে বসা মাত্র তাদের পোলিং এজেন্টকে মারধর করে তৃণমূল কর্মীরা। #ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে আহত ভারতী ঘোষ # আধা সেনার সামনেই ধস্তাধস্তি বিজেপি-তৃণমূলের #ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হেনস্থার অভিযোগ #ভগবানপুরের পশ্চিমবাড় এলাকায় গুলিবিদ্ধ ২ বিজেপি কর্মী #ভগবানপুরের ঘটনায় বিজেপির অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে # ভোটের আগের রাতে ঝাড়গ্রামে বিজেপি কর্মী ‘খুন’, গোপীবল্লভপুরের ঘটনা # বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আজ সারা দেশে ৭ রাজ্যে মোট ৫৯ টি আসনে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে ভোট ৫ জেলার ৮ লোকসভা কেন্দ্রে - ঘাটাল, তমলুক, কাঁথি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ,বাঁকুড়া, বিষ্ণুপুর। ষষ্ঠ দফার ভোট সুষ্ঠু ও অবাধ ভোট করতে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। বাংলায় মোতায়েন থাকছে ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। QRT-র দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনীর কম্যান্ডান্ট। বাংলার ৮ কেন্দ্রে ভাগ্যপরীক্ষায় ৮৩ জন প্রার্থী। এঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ভোটের লড়াইয়ে বামপ্রার্থী অমিয় পাত্র ও বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তমলুক কেন্দ্রে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। বিজেপির প্রার্থী সিদ্ধার্থশঙ্কর নস্কর, বামপ্রার্থী শেখ ইব্রাহিম আলি, কংপ্রার্থী লক্ষ্মণ শেঠ। কাঁথি থেকে এ বারও লড়ছেন প্রবীণ নেতা গত ১০ বছরের তৃণমূল সাংসদ শিশির অধিকারী। সেখানে বিজেপির প্রার্থী দেবাশিস সামন্ত, কংগ্রেসের দীপক কুমার দাস, সিপিএমের পরিতোষ পট্টনায়েক। ঘাটাল কেন্দ্রে নজরে থাকবে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ও তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর(অভিনেতা দেব) দ্বৈরথ। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন, বিজেপির কুনার হেমব্রম, বামপ্রার্থী দেবলীনা হেমব্রম, কং প্রার্থী জাগেশ্বর হেমব্রম। মেদিনীপুরে লড়াইয়ের কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও তৃণমূল প্রার্থী মানস ভুইঞা। পুরুলিয়ার টক্করে তৃণমূলের মৃগাঙ্ক মাহাতো ও বিজেপির জ্যোতির্ময় সিংহ মাহাতো। বামপ্রার্থী বীর সিংহ মাহাতো, কংপ্রার্থী নেপাল মাহাতো। এছাড়া আজ ভোটের ময়দানে অগ্নিপরীক্ষা দেবেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। তার মধ্যে আছেন, অখিলেশ যাদব, মানেকা গাঁধী, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, বিজেপি প্রার্থী প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর প্রমুখ।BJP Candidate from East Delhi Gautam Gambhir casts his vote at a polling booth in Old Rajinder Nagar. He is up against AAP's Atishi and Congress's Arvinder Singh Lovely pic.twitter.com/uzQZdH7qzN
— ANI (@ANI) May 12, 2019