মুলায়মের জেতা আসনেই লড়বে ছেলে, লোকসভা ভোটে আজমগড় থেকে প্রার্থী অখিলেশ
লখনৌ: চমকের পর চমক। ২০১৯ লোকসভা ভোটে যাদবপুরে মিমি চক্রবর্তী এবং বসিরহাটে নুসরত জাহানের মতো তারকাদের প্রার্থী করে প্রথম চমকটা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ১৮২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিয়েছে বিজেপিও। এবার লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশীদের মতো প্রবীন নেতাদের নাম বাতিলের খাতায় রেখেছে পদ্ম শিবির। পরিবর্তে দলের সভাপতিকে লোকসভার প্রার্থী করে চমক দিয়েছে গেরুয়া ব্রিগেড। গাঁধীনগর থেকে আডবাণীকে সরিয়ে অমিত শাহকে প্রার্থী করেছে তারা। তৃণমূল, বিজেপির পর এবার সেই একই পথেই কি হাঁটল সমাজবাদী পার্টিও? রবিবার প্রকাশিত সমাজবাদী পার্টির প্রার্থী তালিকায় ইঙ্গিত তেমনই। এবার মুলায়ম সিংহকে মুখ করে লড়ছে না সপা।
৪০টি লোকসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সমাজবাদী পার্টি। সেই তালিকায় নাম নেই মুলায়ম সিংহ যাদবেরই! উল্টে মুলায়ম সিংহের জেতা আসন আজমগড় থেকে লড়বেন তাঁরই ছেলে অখিলেশ। তবে মণিপুরী কেন্দ্র থেকে লড়বেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব। ৮ মার্চই সেকথা জানিয়েছে সপা নেতৃত্ব।
— Samajwadi Party (@samajwadiparty) March 24, 2019
২০১৪ লোকসভা নির্বাচনে আজমগড় ও মণিপুরী, ২টি আসন থেকেই প্রার্থী হয়েছিলেন মুলায়ম সিংহ যাদব। এবং এই ২ আসন থেকেই জিতেছিলেন তিনি। পরে মণিপুরী আসনটি ছেড়ে দিতে হয় তাঁকে। উল্লেখ্য, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আজমগড় কেন্দ্রে জয় হাসিল করেছিল বিজেপি। ২ লাখ ৪৭ হাজার ৬৪৮ ভোট পেয়ে জিতেছিলেন পদ্ম শিবিরের প্রার্থী রমাকান্ত যাদব। সেই তিনিই ২০১৪ সালে মুলায়ম সিংহ যাদবের কাছে হারেন প্রায় লক্ষাধিক ভোটে। অতীতে ওই আসন ছিন বহুজন সমাজবাদী পার্টির দখলে। এবার এই আসেন সমাজবাদী ও বহুজন সমাজবাদী পার্টির জোট প্রার্থী হচ্ছেন অখিলেশ যাদব। অন্যদিকে, আপাতত লোকসভা ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতী। তবে প্রয়োজন পড়লে পড়ে আসন খালি করিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও জানিয়েছেন তিনি।