এক্সপ্লোর
বিজেপিতে যোগ সানি দেওলের, লোকসভা ভোটে লড়ছেন গুরদাসপুরে, কিরণ খের প্রার্থী চণ্ডিগড়েই
আজ সানির বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন ও পীযূষ গয়াল। সানি বলেন, বাবার (অভিনতা ধর্মেন্দ্র) অটলজির সঙ্গে যেমন সম্পর্ক ছিল, সেভাবেই আমি আজ মোদিজির সঙ্গে যুক্ত হতে এলাম।
![বিজেপিতে যোগ সানি দেওলের, লোকসভা ভোটে লড়ছেন গুরদাসপুরে, কিরণ খের প্রার্থী চণ্ডিগড়েই Lok Sabha Election 2019-BJP fields Sunny Deol from Gurdaspur in Punjab and renominates Kirron Kher from Chandigarh as its candidate বিজেপিতে যোগ সানি দেওলের, লোকসভা ভোটে লড়ছেন গুরদাসপুরে, কিরণ খের প্রার্থী চণ্ডিগড়েই](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/04/23071121/sunny.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিমাতা হেমা মালিনী বিজেপি সাংসদ, এবারও লড়ছেন মথুরায়। এবার বিজেপিতে যোগ দিয়ে চলতি লোকসভা নির্বাচনে পঞ্জাবের গুরদাসপুর আসনে দলের প্রার্থী হলেন বলিউড তারকা সানি দেওলও।
‘ঘায়েল’, ‘দামিনী’র মতো হিট ছবির অভিনেতাকে পঞ্জাবের গুরদাসপুর বা চন্ডীগড়ে প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছিল। সেই জল্পনা সত্যি করে বিজেপি সানি দেওলকে গুরদাসপুর আসনের প্রার্থী ঘোষণা করল। চণ্ডিগড় আসনের বর্তমান বিজেপি সাংসদ কিরণ খেরকে ফের মনোনয়ন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বিজয় সাম্পলার জায়গায় বিজেপি পঞ্জাবের হোসিয়ারপুর আসনে প্রার্থী করেছে সোম প্রকাশকে।
গত সপ্তাহে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে সানির পুণে বিমানবন্দরে সাক্ষাতের পর তাঁর শাসক দলে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়। পুণের বিজেপি জেলা শাখা সভাপতি যোগেশ গোগাওয়ালে জানান, দুজনের সাক্ষাত আগে থেকেই ঠিক ছিল। তবে ওঁদের কী কথা হয়েছে, তা আমার জানা নেই।
তিনি বলেন, অমিত শাহ পূর্বনির্ধারিত সূচি অনুসারে বারামতী এসেছিলেন। তিনি যখন বিমানবন্দরে যান, সেখানে সানি দেওলও ছিলেন। পাঁচ মিনিট তাঁদের আলোচনা হয়।
আজ সানির বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন ও পীযূষ গয়াল। সানি বলেন, বাবার (অভিনতা ধর্মেন্দ্র) অটলজির সঙ্গে যেমন সম্পর্ক ছিল, সেভাবেই আমি আজ মোদিজির সঙ্গে যুক্ত হতে এলাম। এই পরিবারের (বিজেপি) জন্য যা যা করতে পারি, করব। মুখে কিছু বলব না, কাজেই করে দেখাব।
২০০৪ ও ২০১৪, এই চারবার বিজেপির টিকিটে গুরদাসপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন প্রয়াত বলিউড অভিনেতা বিনোদ খন্না। তাঁর মৃত্যুর পর ২০১৭-য় সেখানে উপনির্বাচনে বিজেপির স্মরণ সালারিয়াকে হারিয়ে নির্বাচিত হন কংগ্রেসের সুনীল জাখর। পঞ্জাবে বিজেপি শিরোমণি অকালি দলের সঙ্গী। শিরোমণি তিনটি আসনে লড়ছে। অমৃতসরে বিজেপি প্রার্থী করেছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরীকে।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)