অমেঠি, রায়বরেলি, কংগ্রেসের জোড়া দুর্গেই জিতবে বিজেপি, আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী
সোমবার রায়বরেলি থেকে সনিয়া গাঁধী, ও অমেঠি কেন্দ্র থেকে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর হার নিয়ে প্রত্যয়বাণী শুনিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী জেপি নাড্ডা।
আজমগড়: অমেঠিতে জিতবে না কংগ্রেস। জিতবে না রায়বরেলিতেও। কংগ্রেসের জোড়া দুর্গেই এবার জিতবে বিজেপি, আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। সোমবার রায়বরেলি থেকে সনিয়া গাঁধী, ও অমেঠি কেন্দ্র থেকে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর হার নিয়ে প্রত্যয়বাণী শুনিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী তথা ইউপি-র দায়িত্বে থাকা বিজেপি নেতা জেপি নাড্ডা।
উত্তরপ্রদেশে এসে জেপি নাড্ডা বলেন, “উত্তরপ্রদেশ অতীতে মোদি সুনামি দেখেছে। গোটা দেশ বিজেপিকে ভোট দিয়েছে এবং নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়েছে। মানুষ যেভাবে উত্সাহ নিয়ে ভোট দিচ্ছেন তাতে এই রাজ্যে ৭৪টি-র বেশি আসন পাবে বিজেপি।”
সোমবার চতুর্থ দফায় উত্তরপ্রদেশে ১৩টি আসনে ভোট হয়েছে। সেই সবকটি আসনেও বিজেপি জিতবে বলে দাবি করেছেন জেপি নাড্ডা। প্রসঙ্গত, অমেঠি ও রায়বরেলিতে ভোট হবে ৬ মে। সেখানে এবার গতবারের মতোই কংগ্রেসের প্রার্থী হয়েছেন দলের দুই শীর্ষ নেতৃত্ব। অমেঠি থেকে লড়ার পাশাপাশি কেরলের ওয়াইনাড থেকেও লড়ছেন রাহুল। গতবারের মতো এবারও রাহুলের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন স্মৃতি ইরানি। অন্যদিকে রায়বরেলিতে সনিয়ার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন দীনেশ প্রতাপ সিংহ। জেপি নাড্ডার দাবি, এই দুই আসনেই জয়ী হবেন বিজেপি প্রার্থীরা। একই সঙ্গে তাঁর দাবি অমেঠি, রায়বরেলি সহ আজমগড় আসনেও জিতবেন তাঁরাই। উল্লেখ্য, আজমগড় আসনে গতবার জয়ী হয়েছিলেন সপা নেতা মুলায়ম সিংহ যাদব।