এক্সপ্লোর
Advertisement
মোদি ‘পুঁজিপতিদের চৌকিদার’, আক্রমণ, বিজেপির ভিত নড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি মায়াবতী, অখিলেশের, ‘দলিত বিরোধী’ বলে তোপ কংগ্রেসকেও
জিএসটি, নোট বাতিলকে দুর্নীতির কারণ বলে উল্লেখ করে মায়াবতী বলেন, বিজেপি এবারের নির্বাচনে ক্ষমতা হারাতে চলেছে। ২০১৪-য় গরিব, মধ্যবিত্তকে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণে ব্যর্থ, তা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবার ভোট চাইছেন। সন্ত্রাসবাদী হামলা হচ্ছে, অথচ সরকার সেনাবাহিনীর শৌর্য্য থেকে ফায়দা তুলতে ব্যস্ত।
জৌনপুর (উত্তরপ্রদেশ): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘পুঁজিপতিদের চৌকিদার’, ধনীকে আরও ধনী হতে সাহায্য করেছেন বলে আক্রমণ সমাজবাদী পার্টি (সপা)-বহুজন সমাজ পার্টি (বসপা) জোটের। আজ জৌনপুর, মছলিশহরের জোট প্রার্থীদের সমর্থনে জনসভায় বসপা নেত্রী মায়াবতী তাঁরা দুই শরিক কেন্দ্রের শাসক জোটের ‘ভিত কাঁপিয়ে দেবেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি কংগ্রেসকেও তিনি ‘দলিত বিরোধী’ বলে আক্রমণ করেন, অভিযোগ করেন, শতাব্দীপ্রাচীন দলটি মানুষকে গরিব রেখে দিতে চায়। মায়াবতী বলেন, বিজেপি ও কংগ্রেস, উভয়েই দলিত-বিরোধী। যে কংগ্রেস তাদের ন্যয় প্রকল্পে ৬০০০ টাকা করে দেবে বলছে, তারা আসলে চায়, গরিব চিরকাল গরিব, অসহায় হয়েই থাকুক।
জিএসটি, নোট বাতিলকে দুর্নীতির কারণ বলে উল্লেখ করে মায়াবতী বলেন, বিজেপি এবারের নির্বাচনে ক্ষমতা হারাতে চলেছে। ২০১৪-য় গরিব, মধ্যবিত্তকে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণে ব্যর্থ, তা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবার ভোট চাইছেন। সন্ত্রাসবাদী হামলা হচ্ছে, অথচ সরকার সেনাবাহিনীর শৌর্য্য থেকে ফায়দা তুলতে ব্যস্ত। রাস্তাঘাটে ঘুরে বেড়ানো গবাদি পশুর জন্য উত্তরপ্রদেশের চাষিরা সমস্যায় পড়েছেন বলে জানিয়ে এজন্য যোগী আদিত্যনাথ সরকারকে দায়ী করেন মায়াবতী।
তাঁর শরিক সপা সভাপতি অখিলেশ যাদব বলেন, বিজেপি মিথ্যার ভিতের ওপর দাঁড়িয়ে আছে। আমাদের জোট ওদের শিকড় নাড়িয়ে দেবে। সম্ভবত, জোটের ঝড় সম্পর্কে বিজেপি সতর্ক নয়। এবার জনগণ চাওয়ালা থেকে চৌকিদার হওয়া লোকটির চেয়ার কেড়ে নেবে বলে দাবি করে অখিলেশ বলেন, কী করে প্রধানমন্ত্রী, যিনি বারাণসীতে একজন জওয়ানের মুখোমুখি হতে ভীত, সন্ত্রাসবাদ, মাওবাদ মোকাবিলা করবেন?
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement