এক্সপ্লোর
Advertisement
আজ সকাল ১০টা থেকে ৭২ ঘণ্টার জন্য কোনওরকম প্রচারে অংশ নিতে পারবেন না সিধু, নির্দেশ কমিশনের
কাটিহারের এক সভায় মুসলিমদের জোট বেঁধে নরেন্দ্র মোদিকে ভোট দিয়ে হারানোর ডাক দেন সিধু। এই প্রসঙ্গে বেশ কিছু ‘উষ্কানিমূলক’ মন্তব্যও করেন তিনি। তারপরই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
নয়াদিল্লি: মঙ্গলবার সকাল ১০টা থেকে ৭২ ঘণ্টার জন্য কোনওরকম ভোট প্রচারে অংশ নিতে পারবেন না নভজ্যোৎ সিংহ সিধু। বিহারের কাটিহারের কংগ্রেস প্রার্থী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তারিক আনোয়ারের সমর্থনে একটি সভায় বিতর্কিত মন্তব্য করার জন্য সিধুর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।
কাটিহারের এক সভায় মুসলিমদের জোট বেঁধে নরেন্দ্র মোদিকে ভোট দিয়ে হারানোর ডাক দেন সিধু। এই প্রসঙ্গে বেশ কিছু ‘উষ্কানিমূলক’ মন্তব্যও করেন তিনি। তারপরই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তাঁর বিরুদ্ধে এফআইআরও করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত।
এর আগে প্রচারে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এরকম সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয় যোগী আদিত্যনাথ, মায়াবতী, মানেকা গাঁধী, সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধেও।
এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ভারতের সংবিধানের ৩২৪ ধারা অনুসারে ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে ৭২ ঘণ্টা সিধু কোনওরকম জনসভা, মিছিল, মিটিং, রোড-শো এ অংশ নিতে পারবেন না। দিতে পারবেন না কোনও সাক্ষাৎকার বা সংবাদমাধ্যমে কোনও বার্তাও।
নির্বাচন কমিশনের মতে, কাটিহারের সভায় সিধু নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন। সেই সঙ্গে নির্বাচনের সময় রাজনীতির সঙ্গে ধর্ম না মিশিয়ে ফেলার বিষয়ে রাজনৈতিক নেতাদের সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে, তাও অমান্য করেছেন তিনি।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement