এক্সপ্লোর
Advertisement
রাহুলের অসম্মান করতে অমেঠিতে জুতো বিলি করছেন 'বহিরাগত' স্মৃতি, তোপ প্রিয়ঙ্কার
পূর্ব উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা আজ এখানে এক নুক্কড় সভায় সাংবাদিকদের সামনেই অমেঠিতে জুতো বিলি করায় স্মৃতিকে বাইরের লোক বলেন। ক্ষুব্ধ প্রিয়ঙ্কা অমেঠি ও রায়বরেলির জনগণের আত্মমর্যাদা বোধ আছে, তাঁরা কারও কাছে ভিক্ষা করেন না বলে মন্তব্য করেন।
অমেঠি (উত্তরপ্রদেশ): রাহুল গাঁধীকে অপমান করার জন্য অমেঠির বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি কেন্দ্রের ভোটারদের মধ্যে জুতো বিলি করছেন বলে অভিযোগ করে তাঁকে ‘বহিরাগত’ বললেন প্রিয়ঙ্কা গাঁধী। অমেঠিতে এবার রাহুলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কেন্দ্রীয় বয়নমন্ত্রী স্মৃতি। ২০১৪-য় তিনি রাহুলের কাছে হেরে গিয়েছিলেন। এবার গাঁধী পরিবারের দূর্গ দখলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন।
পূর্ব উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা আজ এখানে এক নুক্কড় সভায় সাংবাদিকদের সামনেই অমেঠিতে জুতো বিলি করায় স্মৃতিকে বাইরের লোক বলেন। ক্ষুব্ধ প্রিয়ঙ্কা অমেঠি ও রায়বরেলির জনগণের আত্মমর্যাদা বোধ আছে, তাঁরা কারও কাছে ভিক্ষা করেন না বলে মন্তব্য করেন। বলেন, কাউকে যদি ভিক্ষে করতে হয়, তাহলে বিজেপিকে করতে হবে। আপনাদের কাছে ভোট ভিক্ষে করবে ওরা। উনি ভাবছেন, এভাবে রাহুল গাঁধীকে অপমান করতে পারবেন। কিন্তু আসলে অমেঠির মানুষকেই অপমান করছেন।
প্রিয়ঙ্কা বলেন, অমেঠির জনগণের প্রখর বিচারবুদ্ধি আছে। আপনারা জানেন, অমেঠিতে কে ফুড পার্ক চালু করতে গিয়েছিলেন এবং তা এখনও খোলা যায়নি। ফুড পার্ক হলে অমেঠি, রায়বরেলির ৫ লক্ষ কৃষকের উপকার হোত।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement